কলকাতা: বন্ধ হয়ে যাচ্ছে ৩ নম্বর রুটের বাস। ১৯২৮ সালে ৬৯টি বাস দিয়ে শুরু হয়েছিল শ্রীরামপুর বাগবাজার রুটের এই বাসের পথ চলা। কালে কালে সেই বাসের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪টিতে। যাত্রীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে পুরোনো কলকাতার ঐতিহ্যবাহী এই বাস। কেন থমকে গেল ৯০ বছরের এই যাত্রা জানতে চাইলে বাস মালিকরা জানান যে শ্রীরামপুর থেকে বাগবাজার পর্যন্ত আস্তে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। এত সময় নিয়ে এখন কেউ যাত্রা করতে চায়না। বরং অটো, টোটো করে অনেক তাড়াতাড়ি চলে যায় গন্তব্যে। ফলে যাত্রীর সংখ্যা কমতে থাকায় আর ব্যয় ভার বহন করতে পারছে না বাস মালিকরা। থমকে যাচ্ছে ৩নং রুটের বাস।
যাত্রীর অভাবে বন্ধ হচ্ছে পুরোনো কলকাতার ঐতিহ্যবাহী বাস
কলকাতা: বন্ধ হয়ে যাচ্ছে ৩ নম্বর রুটের বাস। ১৯২৮ সালে ৬৯টি বাস দিয়ে শুরু হয়েছিল শ্রীরামপুর বাগবাজার রুটের এই বাসের পথ চলা। কালে কালে সেই বাসের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪টিতে। যাত্রীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে পুরোনো কলকাতার ঐতিহ্যবাহী এই বাস। কেন থমকে গেল ৯০ বছরের এই যাত্রা জানতে চাইলে বাস মালিকরা জানান যে শ্রীরামপুর থেকে