কলকাতা: মিড ডে মিলের নজরদারিতে এবার সব স্তরে পাঁচ সদস্যের কমিটি করছে রাজ্য সরকার। রাজ্যস্তর থেকে স্কুলস্তর পর্যন্ত কমিটিগুলি গঠিত হবে। মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি যেমন রাজ্যস্তরে মিড ডে মিলের কাজ পর্যবেক্ষণ করবে, তেমনই স্কুলে এই কমিটির মাথায় থাকবেন প্রধান শিক্ষক।
কমিটিগুলিকে স্বজনপোষণ বা দুর্নীতির ছোঁয়াচ থেকে বাঁচানোর জন্যও বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে। কয়েক মাস আগে উত্তরবঙ্গের বহু স্কুলে ১৫ দিন পর্যন্ত মিড ডে মিল বন্ধ ছিল। সেটা ব্যাপক প্রভাব ফেলে। তাই মিড ডে মিলের সরবরাহ ঠিক রাখতে এবং দুর্নীতি বন্ধ করতেই এই কমিটি গঠনের উদ্যোগ। জেলাশাসক, ডিপিও, ডিআই-রা যেমন জেলার কমিটির কাজ দেখভাল করবেন, তেমনই মহকুমা স্তরেও হবে কমিটি। তার মাথায় থাকবেন মহকুমা শাসক বা এসডিও। ব্লক স্তরের কমিটির মাথায় থাকবেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। তবে, স্কুলের কমিটি সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। এতে একদিকে যেমন অভিভাবকদের প্রতিনিধিত্ব থাকবে, তেমনই মিড ডে মিলের রাঁধুনি বা খাবার সরবরাহকারী স্বয়ম্ভর গোষ্ঠীর প্রতিনিধিও থাকবেন। প্রধান নজরদার হবেন অভিভাবকরা।