ধর্মঘটের জেরে চূড়ান্ত বিপাকে রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থী

কলকাতা: বাম শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘট রুখতে পুলিশি আয়োজনেক খামতি না খাকলেও দিকে দিকে অবরোধনের জেরে চূড়ান্ত বিপাকে রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থী৷ সমস্যায় পড়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের সেমেস্টার পরীক্ষার্থীরা৷ পাশাপাশি বিপাকে পড়েছেন সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষায় বসতে আসতে আসা পরীক্ষার্থীরাও৷ আজ, মঙ্গলবার এবার একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ৷

ধর্মঘটের জেরে চূড়ান্ত বিপাকে রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থী

কলকাতা: বাম শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘট রুখতে পুলিশি আয়োজনেক খামতি না খাকলেও দিকে দিকে অবরোধনের জেরে চূড়ান্ত বিপাকে রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থী৷ সমস্যায় পড়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের সেমেস্টার পরীক্ষার্থীরা৷ পাশাপাশি বিপাকে পড়েছেন সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষায় বসতে আসতে আসা পরীক্ষার্থীরাও৷

আজ, মঙ্গলবার এবার একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ৷ ধর্মঘটের এই দু’দিন পরীক্ষার হলে পৌঁছতে সমস্যায় পড়লে, পরীক্ষার্থীরা সরাসরি কলকাতা পুলিশের ‘ডায়াল ১০০’-এ ফোন করে সাহায্য চাইতে পারবেন৷ সেক্ষেত্রে তৎক্ষণাৎ পুলিশ সহায়তা দেবে৷কিন্তু, বাস্তবে রেল ও সড়ক অবরোধের জেরে পরীক্ষাকেন্দ্রে যেতেও সমস্যায় পড়েছেন বহু পরীক্ষার্থী৷

অন্যদিকে, পুলিশ প্রশাসনের এমন আশ্বাস সত্ত্বেও, বেশ কিছু বেসরকারি স্কুল পরীক্ষা স্থগিত করে দিয়েছে৷ ধর্মঘটে ছাত্রছাত্রীদের হয়রানি ঠেকাতে কয়েকটি বেসরকারি স্কুল আবার ছুটিও ঘোষণা করেছে৷ তবে রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে সরকার ও সরকার পোষিত স্কুলগুলির কাছে এদিন পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, ধর্মঘটের এই দু’দিন শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপস্থিতির তথ্য রিপোর্ট আকারে পাঠাতে হবে৷ ফলে, নির্দিষ্ঠ সময়ে কর্মক্ষেত্রে যেতেও সমস্যায় পড়েছেন বহু অফিস যাত্রী৷ তবে, যাত্রী সমস্যা হলেও গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 1 =