কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে যাচ্ছে রাজ্য সরকার৷ রায়ের কপি হাতে আসার পর সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করতে চলেছে রাজ্য৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল শুক্রবার সকাল ১০টা নাগাদ নতুন করে মামলা দায়ের করতে পারে রাজ্য৷ বড়দিনের ছুটির আগে জরুরি ভিত্তিতে মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হবে বলেও নবান্ন সূত্রে খবর৷
বৃহস্পতিবার শর্তসাপেক্ষে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷ গত ১৫ ডিসেম্বর লালবাজারে বৈঠকের পর প্রশাসন বিজেপির কর্মসূচি খারিজ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, এদিন তা খারিজ দেন বিচারপতি৷ বিজেপির প্রস্তাবিত তিনটি যাত্রাই করতে দিতে হবে বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷
বৃহস্পতিবারের এই রায়ের উপর রাজ্য স্থগিতাদেশ চাইলেও, তৎক্ষণাৎ তা খারিজ করে দেন বিচারপতি৷ বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, রাজ্য ‘যান্ত্রিকভাবে’ বিজেপির আবেদন খারিজ করে দিয়েছে। রায়দানের সময় আদালত জানিয়েছে, সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে বিজেপিকে। পাশাপাশি রাজ্যকেও পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করতে হবে। এছাড়া, প্রতিটি জেলায় রথযাত্রা প্রবেশের ১২ ঘণ্টা আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই যাত্রার জেরে কোনওরকম ক্ষয়-ক্ষতি হলে সেই দায় প্রশাসনের পাশাপাশি বিজেপিকেও নিতে হবে৷
এই রায় কোনও ভাবেই খুশি করতে পারেনি রাজ্য সরকারকে৷ বিজেপির কর্মসূচি অনুমতি পেলে রাজ্যের আইন-শৃঙ্খলা নষ্ট হতে পারে, এই আঙ্কা প্রকাশ করা হয়৷ রাজ্য পুলিশের তরফে আইনজীবী আনন্দ গ্রোভার এদিন দাবি করেন, যে কর্মসূচি উদ্যোক্তারা নিয়েছেন, তার ব্যাপ্তি বিশাল৷ যে ৩১টি পুলিশ জেলা হয়ে মিছিল যাওয়ার কথা, তার সর্বত্র মিশ্র জনজাতির বসবাস৷ অতীতে যার অনেক জায়গাতেই সাম্প্রদায়িক বিরোধের ইতিহাস রয়েছে৷ ফলে, এই সুযোগে দুষ্কৃতীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে৷ কিন্তু, রাজ্যের এই আপত্তি উড়িয়ে রায় ঘোষণা হয় উচ্চ আদালতে৷ নবান্ন সূত্রে খবর, এই রায়ের বিরোধিতা করে শুক্রবার মামলা দায়ের করতে চলেছে রাজ্য সরকার৷
West Bengal Govt approaches Chief Justice’s division bench challenging the single bench order of Calcutta High Court’s permission for yatras by BJP in the state. The matter will be placed before the Chief Justice bench tomorrow.
— ANI (@ANI) December 20, 2018