খুনের ভিডিও মুছতে হিমসিম খাচ্ছে ফেসবুক

নিউজিল্যান্ডের দুইটি মসজিদে হামলার ঘটনার পর শনিবার ফেসবুক ১৫ লাখ ভিডিও তাদের সাইট থেকে অপসারণ করেছে। হামলাকারী ব্রেন্টন ট্রারান্ট সেই হামলার পুরো ঘটনা তার ফেসবুকে সরাসরি সম্প্রচার করে। এরপর গোটা দুনিয়ায় ব্যাপকভাবে তা ছড়িয়ে যায়। এরপর তা মুছে দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে ফেসবুক। তাদের দাবি, ১২ লাখ ভিডিও আপলোড করার সময়ই তারা ঠেকিয়ে দিয়েছে। তবে

168f5e7c8dd743468fc7066cd12358da

খুনের ভিডিও মুছতে হিমসিম খাচ্ছে ফেসবুক

নিউজিল্যান্ডের দুইটি মসজিদে হামলার ঘটনার পর শনিবার ফেসবুক ১৫ লাখ ভিডিও তাদের সাইট থেকে অপসারণ করেছে।

হামলাকারী ব্রেন্টন ট্রারান্ট সেই হামলার পুরো ঘটনা তার ফেসবুকে সরাসরি সম্প্রচার করে। এরপর গোটা দুনিয়ায় ব্যাপকভাবে তা ছড়িয়ে যায়। এরপর তা মুছে দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে ফেসবুক। তাদের দাবি, ১২ লাখ ভিডিও আপলোড করার সময়ই তারা ঠেকিয়ে দিয়েছে।

তবে বিশ্লেষকরা জানাচ্ছেন, এখনও ওই হামলার ভিডিও সামাজিক মাধ্যম ও বিভিন্ন সাইটে পাওয়া যাচ্ছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান তা সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান। এছাড়া, কেউ যেন ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ও বিভিন্ন সাইটে প্রচার না করে তার অনুরোধ করেছে নিউজিল্যান্ডের পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *