নবান্নের বৈঠকে শিক্ষামন্ত্রীকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর, চূড়ান্ত বার্তা মমতা

কলকাতা: শিক্ষা দপ্তরের রিভিউ বৈঠকে শিক্ষামন্ত্রীকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিক্ষা দপ্তরের আধিকারিক ও উপাচার্যদের সামনেই মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনার মুখে পড়েন পার্থ চট্টোপাধ্যায়৷ নবান্ন সূত্রে খবর, শিক্ষা দপ্তরের সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি৷ শিক্ষা দপ্তরের কাজে তিনি মোটেও খুশি নন, তা এ দিন কোনও রাখঢাক না করেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ শিক্ষাদপ্তরের কর্মী

3 stocks recomended

কলকাতা:  শিক্ষা দপ্তরের রিভিউ বৈঠকে শিক্ষামন্ত্রীকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিক্ষা দপ্তরের আধিকারিক ও উপাচার্যদের সামনেই মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনার মুখে পড়েন পার্থ চট্টোপাধ্যায়৷ নবান্ন সূত্রে খবর, শিক্ষা দপ্তরের সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি৷

শিক্ষা দপ্তরের কাজে তিনি মোটেও খুশি নন, তা এ দিন কোনও রাখঢাক না করেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ শিক্ষাদপ্তরের কর্মী আধিকারিকদের কাজে নজরদারি বাড়াতে একটি অ্যাপ বানানোও নির্দেশদেন মুখ্যমন্ত্রী৷ ওই অ্যাপের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি যোগাযোগ রাখবেন কলেজগুলির অধ্যক্ষ ও শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাফ জানিয়েদেন৷

নবান্ন সূত্রে খবর, সোমবার নবান্নে সভাঘরে বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের একহাত নেন৷ বলেন, ‘‘শিক্ষা দপ্তরের কাজে আমি খুব অখুশি৷ মোন দিয়ে কাজ করুন৷’’ রাজ্য সরকারের শিক্ষা নীতির ও শিক্ষা ক্ষেত্রে সরকারি প্রকল্প রূপায়নে দপ্তরের ভূমিকা নিয়েও কথা বলেন৷ সব দিকে শিক্ষামন্ত্রীর নজর আদৌ রয়েছে কি না, তা নিয়ে মুখ্যমন্ত্রী গুরুতর সংশয় প্রকাশ করেন৷ এমনকী, কলেজে কলেজে অশান্তি, ছাত্র ভর্তিতে দুর্নীতি নিয়েও একদিন মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন শিক্ষামন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − twelve =