কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের দায়ের করা মামলা গ্রহণ করল আদালত৷ রায়ের কপি হাতে আসার পর সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আজই মামলা দায়ে করে রাজ্য৷ আর কিছু সময় পর মামলার শুনানি শুরু হওয়ার কথা৷ মামলাই ইতিমধ্যেই ক্যাবিয়েট দাখিল করেছে বিজেপি৷ ফলে, রাজ্য ও বিজেপির সওয়াল-জবাব ছাড়া একতরফা মামলার শুনানি করা যাবে না৷ বড়দিনের ছুটির আগে জরুরি ভিত্তিতে মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে বলেও আদালত সূত্রে খবর৷
বৃহস্পতিবার শর্তসাপেক্ষে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷ গত ১৫ ডিসেম্বর লালবাজারে বৈঠকের পর প্রশাসন বিজেপির কর্মসূচি খারিজ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, এদিন তা খারিজ দেন বিচারপতি৷ বিজেপির প্রস্তাবিত তিনটি যাত্রাই করতে দিতে হবে বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷
বৃহস্পতিবারের এই রায়ের উপর রাজ্য স্থগিতাদেশ চাইলেও, তৎক্ষণাৎ তা খারিজ করে দেন বিচারপতি৷ বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, রাজ্য ‘যান্ত্রিকভাবে’ বিজেপির আবেদন খারিজ করে দিয়েছে। রায়দানের সময় আদালত জানিয়েছে, সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে বিজেপিকে। পাশাপাশি রাজ্যকেও পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করতে হবে। এছাড়া, প্রতিটি জেলায় রথযাত্রা প্রবেশের ১২ ঘণ্টা আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই যাত্রার জেরে কোনওরকম ক্ষয়-ক্ষতি হলে সেই দায় প্রশাসনের পাশাপাশি বিজেপিকেও নিতে হবে৷
এই রায় কোনও ভাবেই খুশি করতে পারেনি রাজ্য সরকারকে৷ বিজেপির কর্মসূচি অনুমতি পেলে রাজ্যের আইন-শৃঙ্খলা নষ্ট হতে পারে, এই আঙ্কা প্রকাশ করা হয়৷ রাজ্য পুলিশের তরফে আইনজীবী আনন্দ গ্রোভার এদিন দাবি করেন, যে কর্মসূচি উদ্যোক্তারা নিয়েছেন, তার ব্যাপ্তি বিশাল৷ যে ৩১টি পুলিশ জেলা হয়ে মিছিল যাওয়ার কথা, তার সর্বত্র মিশ্র জনজাতির বসবাস৷ অতীতে যার অনেক জায়গাতেই সাম্প্রদায়িক বিরোধের ইতিহাস রয়েছে৷ ফলে, এই সুযোগে দুষ্কৃতীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে৷ কিন্তু, রাজ্যের এই আপত্তি উড়িয়ে রায় ঘোষণা হয় উচ্চ আদালতে৷ নবান্ন সূত্রে খবর, এই রায়ের বিরোধিতা করে শুক্রবার মামলা দায়ের করে রাজ্য সরকার৷
Calcutta High Court’s Chief Justice bench agrees to hear the state government’s petition challenging single bench order which allowed BJP’s yatra. Hearing to begin at 11am. pic.twitter.com/XuE8ibKSOj
— ANI (@ANI) December 21, 2018