দেশের টাকা মেরে বিদেশে গ্রেপ্তার নীরব মোদি

লন্ডন: দেশের টাকা মেরে বিদেশে গ্রেপ্তার নীরব মোদি৷ আজ লন্ডনে তাকে গ্রেপ্তার করা হয়৷ আজই তাকে আদালতের তোলা হবে৷ ১৪ হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ ছিল নীরব মোদির বিরুদ্ধে৷ এর আগে নীরবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্রিটিশ আদালত৷ এর পরই আজ নীরবকে গ্রেপ্তার করা হয়৷ সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আর্জির প্রেক্ষিতেই এই গ্রেফতারি বলে

দেশের টাকা মেরে বিদেশে গ্রেপ্তার নীরব মোদি

লন্ডন: দেশের টাকা মেরে বিদেশে গ্রেপ্তার নীরব মোদি৷ আজ লন্ডনে তাকে গ্রেপ্তার করা হয়৷ আজই তাকে আদালতের তোলা হবে৷ ১৪ হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ ছিল নীরব মোদির বিরুদ্ধে৷  এর আগে নীরবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্রিটিশ আদালত৷ এর পরই আজ নীরবকে গ্রেপ্তার করা হয়৷

সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আর্জির প্রেক্ষিতেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে৷ তবে, আজ নীরবকে ব্রিটিশ আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়৷ মনে করা হচ্ছে, গ্রেপ্তারির পর নীরবে ভারতে প্রতর্পণ করা হতে পারে৷

পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে নীরব মোদীর নামে। জালিয়াতিতে অভিযুক্ত তাঁর মাম মেহুল চোক্সিও। জালিয়াতি প্রকাশ্যে আসার আগেই আত্মগোপন করে মামা-ভাগনে। সম্প্রতি ব্রিটিশ মিডিয়া নীরব মোদীর ছবি প্রকাশ করে দাবি করে, মুম্বইয়ের হিরে ব্যবসায়ী লন্ডনে বহাল তহিয়তে রয়েছেন। ৭২ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্টে বিলাসী জীবন কাটাচ্ছেন। সেখানে নতুন করে হিরের কারবারও শুরু করছেন নীরব।

চলতি মাসেই নীরব মোদির সাধের বাংলোয় বিস্ফোরণ ঘটানো হয়৷ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে ২০ হাজার কোটি টাকার ঋণ পরিশোধ না করেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া হীরে ব্যবসায়ীর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়৷ নীরবকে দেশে ফেরাতে কম কাঠখড় পোড়াতে হয়নি কেন্দ্রকে৷ ভোটের মুখে নীরবকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে আখেরে ভোট বাক্সে কিছুটা হলে ডিভিডেন্ড পেতে পারেন নরেন্দ্র মোদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =