কলকাতা: শুক্রবার নবান্নে এসে মমতার সঙ্গে দেখা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। বিজেপি বিরোধী জোট শক্তিশালী করতে তৎপরতা শুরু হয়েছে সব আঞ্চলিক দলের মধ্যেই। সর্বভারতীয় ক্ষেত্রে গুরুত্ব বাড়ছে বাংলার মুখ্যমন্ত্রীর। সেই সুরই শোনা গেলে জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের এই নেতার মন্তব্যেও। সাক্ষাত সেরে তিনি জানান, দেশের অবস্থা অত্যন্ত খারাপ। দেশে যে আইন পাস হয়েছে সেটা ভুল। আমি সেসব নিয়েই আমার বোনের সঙ্গে কথা বলতে এসেছিলাম। দেশের অবস্থা আরও খারাপ হতে চলেছে। দেশকে বাঁচাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়তে চাই। অন্যদিকে, মমতার সঙ্গে দেখা করতে রাজ্যে আসছেন টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও। বলা যায়, অবিজেপি বা অকংগ্রেসী তৃতীয় ফ্রন্টের তত্ত্ব তিনিই প্রথম তুলেছিলেন। এবারের তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনেও তাঁর দল একাই বিজেপি ও কংগ্রেসকে জোর ধাক্কা দিয়েছে। সূত্রের খবর, আগামী ২৪ ডিসেম্বর রাজ্যে আসছেন টিআরএস প্রধান। এখান থেকে ফিরেই সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব ও বহুজন সমাজবাদী পার্টি প্রধান মায়াবতীর সঙ্গেও আলাদা ভাবে সাক্ষাৎ করবেন। লক্ষ্য যে তৃতীয় ফ্রন্ট, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন জোট রাজনীতির সমীকরণ কোন দিকে গড়ায়, সেটাই দেখার।
দেশকে বাঁচাতে মমতার সঙ্গে লড়তে চান ফারুক আবদুল্লা
কলকাতা: শুক্রবার নবান্নে এসে মমতার সঙ্গে দেখা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। বিজেপি বিরোধী জোট শক্তিশালী করতে তৎপরতা শুরু হয়েছে সব আঞ্চলিক দলের মধ্যেই। সর্বভারতীয় ক্ষেত্রে গুরুত্ব বাড়ছে বাংলার মুখ্যমন্ত্রীর। সেই সুরই শোনা গেলে জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের এই নেতার মন্তব্যেও। সাক্ষাত সেরে তিনি জানান, দেশের অবস্থা অত্যন্ত খারাপ। দেশে যে