প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চের মেঝেয় বসে প্রেসিডেন্সি পড়ুয়াদের অনশন

কলকাতা: তিন পড়ুয়ার ওপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনশন৷ চূড়ান্ত অস্বস্তিতে কর্তৃপক্ষ৷ আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চের মেঝেয় বসে অনশন শুরু করেন প্রেসিডেন্সি পড়ুয়ারা৷ গত ১০ সেপ্টেম্বর উপাচার্য অনুরাধা লোহিয়া ও অন্যন্য আধিকারিকরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গিয়ে আন্দোলনকারী পড়ুয়াদের কাছে বাঁধা পান৷ সেই সময় মূল ফটক আন্দোলনকারীরা তালাবন্ধ করে রাখেন৷ এই ঘটনার

প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চের মেঝেয় বসে প্রেসিডেন্সি পড়ুয়াদের অনশন

কলকাতা: তিন পড়ুয়ার ওপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনশন৷ চূড়ান্ত অস্বস্তিতে  কর্তৃপক্ষ৷ আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চের মেঝেয় বসে অনশন শুরু করেন প্রেসিডেন্সি পড়ুয়ারা৷

গত ১০ সেপ্টেম্বর উপাচার্য অনুরাধা লোহিয়া ও অন্যন্য আধিকারিকরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গিয়ে আন্দোলনকারী পড়ুয়াদের কাছে বাঁধা পান৷ সেই সময় মূল ফটক আন্দোলনকারীরা তালাবন্ধ করে রাখেন৷ এই ঘটনার ব্যাপারে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেন৷ কমিটির সুপারিশের ভিত্তিতে তিন জনকে সাসপেন্ড করা হয়৷

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়া কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয়েছে অনশন-আন্দোলন। সূত্রের খবর, আজ প্রতিষ্ঠানের ২০২-তম প্রতিষ্ঠা দিবসে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বিমল জালান এবং ‘লেজিয়ঁ দ্য নর’ সম্মানপ্রাপ্ত বিকাশ সান্যাল আসবেন। আন্দোলনকারীদের তরফে বলা হয়, আজ প্রাক্তনীদের সঙ্গে কর্তৃপক্ষের নেওয়া শাস্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি নিয়ে কথা হবে। উল্লেখ্য, এর আগে, হিন্দু হোস্টেলে ফেরত পাওয়ার দাবিতে গত ৩ অক্টোবর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনশন শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের তরফে লিখিত ভাবে জানানো হয় পরের মাসের মাঝামাঝি সময়ের হিন্দু হোস্টেলে ছাত্রদের থাকার ব্যবস্থা করা হবে। কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ায় সে বার দশদিন বাদে ওঠে অনশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − nine =