ইংরাজি মাধ্যম স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ

কলকাতা: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের উপেক্ষা করে ইংরাজি মাধ্যম স্কুলের ফি বৃদ্ধির অভিযোগ৷ প্রায় দ্বিগুণ ফি বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সকালে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা৷ বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ দমদম৷ অভিভাবকদের অভিযোগ, তাঁদের না জানিয়ে ফি বৃদ্ধি করা হয়েছে৷ একলাফে ফি বেড়েছে প্রায় দ্বিগুণ৷ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ৷

517c992af52c1f49a5a259b0974435fd

ইংরাজি মাধ্যম স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ

কলকাতা: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের উপেক্ষা করে ইংরাজি মাধ্যম স্কুলের ফি বৃদ্ধির অভিযোগ৷ প্রায় দ্বিগুণ ফি বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সকালে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা৷ বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ দমদম৷

অভিভাবকদের অভিযোগ, তাঁদের না জানিয়ে ফি বৃদ্ধি করা হয়েছে৷ একলাফে ফি বেড়েছে প্রায় দ্বিগুণ৷ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ৷ অবিলম্বে ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানাতে থাকেন অভিভাবকদের একাংশের৷

গতবছর ১৬ মে, বেসরকারি স্কুলই ফি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ অতিরিক্ত ফি নেওয়া যাবে না বলেও উচ্চ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়৷ বেসরকারি স্কুলের মাত্রা ছাড়া ফি নিয়ে ২০১৭ থেকেই সরব হয়েছিলেন অভিভাবকরা। মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন৷ বেলাগাম স্কুল ফি নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু, নির্দেশ থাকলেও তা কার্যকর হচ্ছে না বলেই এদিন অভিযোগ তোলেন অভিভাবকদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *