কলকাতা: লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি-তৃণমূলের বিরোধী ভোটের বিভাজন রুখতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করার ব্যাপারে সিপিএমের পথেই হাঁটতে আগ্রহী রাজ্য সিপিআই। তবে রফা সূত্র ঠিক করার বিষয়ে তারা চায়, বামফ্রন্টের ব্যানারে কংগ্রেসের সঙ্গে আলোচনা হোক। যদিও শেষ পর্যন্ত কংগ্রেস বামেদের সঙ্গে এই সমঝোতার রাস্তায় যেতে আগ্রহ দেখাবে কি না, সেই নিয়ে যথেষ্ট ধন্দ রয়েছে তাদের। সম্প্রতি বিশাখাপত্তনমে অনুষ্ঠিত দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে রাজ্য পার্টির এই মনোভাবে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সিপিআইয়ের এই অবস্থানে কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্য সিপিএম। কারণ, বামফ্রন্টের অপর শরিক ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে কোনওরকম বোঝাপড়া না করার পক্ষে সম্প্রতি তাদের সম্মেলনে সিদ্ধান্ত নিয়েছে। অন্য শরিক আরএসপি ফরওয়ার্ড ব্লকের মতো বেঁকে না বসলেও পুরোপুরি সিপিএমের তালে তাল মেলানোর পক্ষে অবস্থান নেয়নি। এই অবস্থায় আলিমুদ্দিনের জোটপন্থী নেতৃত্ব সিপিআইয়ের সিদ্ধান্তের দিকে বেশ উদ্বেগের সঙ্গে তাকিয়ে ছিল। শেষমেশ জাতীয় কর্মসমিতির বৈঠকে সিপিআইয়ের রাজ্য নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে সমঝোতার পক্ষে মত দেওয়ায় খানিকটা হাঁফ ছেড়ে বেঁচেছেন সূর্যকান্ত মিশ্র-বিমান বসুরা।
ভোটে কংগ্রেসের হাত ধরতে আপত্তি নেই সিপিআইয়ের, অবস্থানে সিলমোহর
কলকাতা: লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি-তৃণমূলের বিরোধী ভোটের বিভাজন রুখতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করার ব্যাপারে সিপিএমের পথেই হাঁটতে আগ্রহী রাজ্য সিপিআই। তবে রফা সূত্র ঠিক করার বিষয়ে তারা চায়, বামফ্রন্টের ব্যানারে কংগ্রেসের সঙ্গে আলোচনা হোক। যদিও শেষ পর্যন্ত কংগ্রেস বামেদের সঙ্গে এই সমঝোতার রাস্তায় যেতে আগ্রহ দেখাবে কি না, সেই নিয়ে যথেষ্ট ধন্দ রয়েছে তাদের।