১৯৫০ থেকে এখনও পর্যন্ত প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথির আসনে বসেছেন কারা?

আজ ৭০তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামফোসা৷ বিদেশ মন্ত্রক সূত্রে জানিনো হয়েছে, রামফোসা, তাঁর স্ত্রী ডাঃ শেপো মোসেপ, জন মন্ত্রীসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল, সিনিয়র অফিসার ও ৫০ জন সদস্যের পেশাগত প্রতিনিধিদলও আজ উপস্থিত ছিলেন প্রজাতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠানে৷ নেলসন ম্যান্ডেলার পরে তিনিই দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি যিনি গণপ্রজাতন্ত্রী দিবসে প্রধান

1d7950e3cfa3d5ef81d0632a38ceebf0

১৯৫০ থেকে এখনও পর্যন্ত প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথির আসনে বসেছেন কারা?

আজ ৭০তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামফোসা৷ বিদেশ মন্ত্রক সূত্রে জানিনো হয়েছে, রামফোসা, তাঁর স্ত্রী ডাঃ শেপো মোসেপ, জন মন্ত্রীসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল, সিনিয়র অফিসার ও ৫০ জন সদস্যের পেশাগত প্রতিনিধিদলও আজ উপস্থিত ছিলেন প্রজাতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠানে৷ নেলসন ম্যান্ডেলার পরে তিনিই দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি যিনি গণপ্রজাতন্ত্রী দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন৷

কীভাবে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি নির্বাচন হয়? গণপ্রজাতন্ত্রী দিবসের প্রধান অতিথি কে হবেন তা দীর্ঘ আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়৷ প্রধান অতিথি কে হবেন, সেই সিদ্ধান্ত নিতে হয় ভারতের কূটনৈতিক স্বার্থে৷ রাজনৈতিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক, সামরিক সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনার পরে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন নেওয়া হয়৷ এর পরে রাষ্ট্রপতি ভবনে সেই অনুমোদন পাস হয়৷ মঞ্জুরি প্রাপ্তির পরে আমন্ত্রণ পত্র পাঠানো হয়৷

গণপ্রজাতন্ত্রী দিবসের প্রধান অতিথিদের তালিকা (১৯৫০-২০১৮)

  • ১৯৫০ রাষ্ট্রপতি সুকর্ণ (ইন্দোনেশিয়া)
  • ১৯৫১ রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ (নেপাল)
  • ১৯৫২ কোন আমন্ত্রণ নেই
  • ১৯৫৩ কোন আমন্ত্রণ নেই
  • ১৯৫৪ জিগমে দোরজি ওংচুক (ভুটান)
  • ১৯৫৫ গভর্নর জেনারেল মালিক গোলাম মুহাম্মদ (পাকিস্তান)
  • ১৯৫৬ রাজকোষের উপাধ্যক্ষ আর এ বাটলার (ব্রিটিশ যুক্তরাজ্য)
  • প্রধান বিচারপতি কোটারো তানাকা (জাপান)
  • ১৯৫৭ রক্ষামন্ত্রী জর্জিয়ো ঝুকোভ (সোভিয়েত ইউনিয়ন)
  • ১৯৫৮ মার্শাল ই জিয়ানিং (চিন)
  • ১৯৫৯ এডিনবার্গের ডিউক প্রিন্স ফিলিপ (ব্রিটিশ যুক্তরাজ্য)
  • ১৯৬০ রাষ্ট্রপতি ক্লিমেন্ট ভোরোসিলভ (সোভিয়েত ইউনিয়ন)
  • ১৯৬১ মহারাণী এলিজাবেথ দ্বিতীয় (ব্রিটিশ যুক্তরাজ্য)
  • ১৯৬২ প্রধানমন্ত্রী বিগগো কম্পমন্ন (ডেনমার্ক)
  • ১৯৬৩ রাজা নোরোডোম সিহানোক (কম্বোডিয়া)
  • ১৯৬৪ প্রতিরক্ষা কর্মীদের প্রধান লর্ড লুইস মাউন্টব্যাটন (ব্রিটিশ যুক্তরাজ্য)
  • ১৯৬৫ খাদ্য ও কৃষিমন্ত্রী রানা আবদুল হামিদ (পাকিস্তান)
  • ১৯৬৬ কোন আমন্ত্রণ নেই
  • ১৯৬৭ রাজা মোহাম্মদ জহির শাহ (আফগানিস্তান)
  • ১৯৬৮ অধ্যক্ষ অ্যালেক্স কোসিগিন (সোভিয়েত ইউনিয়ন), রাষ্ট্রপতি জোসেপ ব্রোজ টিটো (যুগোস্লাভিয়া)
  • ১৯৬৯ প্রধানমন্ত্রীর টডোর ঝিকোভ (বুলগেরিয়া)
  • ১৯৭০ বেলজিয়ামের রাজা বোদোইন (বেলজিয়াম)
  • ১৯৭১ রাষ্ট্রপতি জুলিয়াস নাইয়ের (তানজানিয়া)
  • ১৯৭২ প্রধানমন্ত্রী সিইভসগুর রামগুলাম (মরিশাস)
  • ১৯৭৩ রাষ্ট্রপতি মোবুতু সেসে সেকো (জাইরে)
  • ১৯৭৪ রাষ্ট্রপতি জোসেপ ব্রোজ টিটো (যুগোস্লাভিয়া), প্রধানমন্ত্রী সিরিমাবো বড্রানাইক (শ্রীলঙ্কা)
  • ১৯৭৫ রাষ্ট্রপতি কেনেথ কোন্ডা (জাম্বিয়া)
  • ১৯৭৬ প্রধানমন্ত্রী জাক শিরাক (ফ্রান্স)
  • ১৯৭৭ প্রথম সচিব এডওয়ার্ড গিরেক (পোল্যান্ড)
  • ১৯৭৮ রাষ্ট্রপতি প্যাট্রিক হিলারি (আয়ারল্যান্ড)
  • ১৯৭৯ প্রধানমন্ত্রী ম্যালকম ফ্র্রেজার (অস্ট্রেলিয়া)
  • ১৯৮০ রাষ্ট্রপতি ভ্যালেরি গিস্কর্ড ডি আস্তেইং (ফ্রান্স)
  • ১৯৮১ রাষ্ট্রপতি জোস লোপেজ পোর্টিলো (মেক্সিকো)
  • ১৯৮২ কিং জুয়ান কার্লোস আই (স্পেন)
  • ১৯৮৩ রাষ্ট্রপতি শেহু শাগরি (নাইজেরিয়া)
  • ১৯৮৪ রাজা জিজে সিঙ্গে ওংচুক (ভুটান)
  • ১৯৮৫ রাষ্ট্রপতি রাউল আলফনসিন (আর্জেন্টিনা)
  • ১৯৮৬ প্রধানমন্ত্রী আন্দ্রিয়াস পপান্ড্রেউ (গ্রিস)
  • ১৯৮৭ রাষ্ট্রপতি অ্যালেন গার্সিয়া (পেরু)
  • ১৯৮৮ রাষ্ট্রপতি জে আর জয়বর্ধনে (শ্রীলঙ্কা)
  • ১৯৮৯ জেনারেল সেক্রেটারি গুয়েন ওয়ান লিন (ভিয়েতনাম)
  • ১৯৯০ প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জুগ্রথ (মরিশাস)
  • ১৯৯১ রাষ্ট্রপতি মমুন আবদুল গায়ুম (মালদ্বীপ)
  • ১৯৯২ প্রেসিডেন্ট মারিও সোরেস (পর্তুগাল)
  • ১৯৯৩ প্রধানমন্ত্রী জোন মেজার (ব্রিটিশ যুক্তরাজ্য)
  • ১৯৯৪ প্রধানমন্ত্রী গোহে চোক টং (সিঙ্গাপুর)
  • ১৯৯৫ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা (দক্ষিণ আফ্রিকা)
  • ১৯৯৬ রাষ্ট্রপতি ডা ফার্নান্ডো হেনরিক কার্ডোসো (ব্রাজিল)
  • ১৯৯৭ প্রধানমন্ত্রীর বাসদেভ পান্ডে (ত্রিনিদাদ ও টোব্যাগো)
  • ১৯৯৮ রাষ্ট্রপতি জ্যাক শিরাক (ফ্রান্স)
  • ১৯৯৯ রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব (নেপাল)
  • ২০০০ রাষ্ট্রপতি ওলেজগুন ওবসাঁজো (নাইজেরিয়া)
  • ২০০১ রাষ্ট্রপতি আবদেলজিজ বুটিফীলা (আলজেরিয়া)
  • ২০০২ রাষ্ট্রপতি কাশম উতেম (মরিশাস)
  • ২০০৩ রাষ্ট্রপতি মোহাম্মদ খটামি (ইরান)
  • ২০০৪ রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা (ব্রাজিল)
  • ২০০৫ রাজা জিগমে সিংয়ে ওংচুক (ভুটান)
  • ২০০৬ রাজা আবদুল্লাহ বিন আবদুলআজিজ আলসাউদ (সৌদি আরব)
  • ২০০৭ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (রাশিয়া)
  • ২০০৮ রাষ্ট্রপতি নিকোলাস সার্কোজি (ফ্রান্স)
  • ২০০৯ রাষ্ট্রপতি নুরসুলতান নজবায়েভ (কাজাখস্তান)
  • ২০১০ রাষ্ট্রপতি লি ময়ূং বাক (দক্ষিণ কোরিয়া)
  • ২০১১ রাষ্ট্রপতি সুসিলো বাম্বং যুধোয়োনো (ইন্দোনেশিয়া)
  • ২০১২ প্রধানমন্ত্রী ইয়িংলুক শিনাবাট্রা (থাইল্যান্ড)
  • ২০১৩ রাজা জিগ্মে খেসর নামগ্যাল ওয়াংচুক (ভুটান)
  • ২০১৪ প্রধানমন্ত্রীর শিঁজো আবে (জাপান)
  • ২০১৫ রাষ্ট্রপতি বারাক ওবামা (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • ২০১৬ রাষ্ট্রপতি ফ্রঙ্কোইস হল্যান্ড (ফ্রান্স)
  • ২০১৭ ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জাইদ আল নাহিয়ান (সংযুক্ত আরব আমিরশাহী)

২০১৮ সালে ছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর জেনারেল প্রশান্ত চাঁ-ও-চা, মায়ানমারের সর্বোচ্চ নেতা আং সান সু কি, ব্রুনেই কে সুলতান হাসানা আল বলকিয়া, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো বিডোডো, সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীর লি সিয়ান লুং, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নজিব রাজ্জাক, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুগুয়েন শুয়ান ফুক, লাওসের প্রধানমন্ত্রী থংগলন সিসোলিথ, ফিলিপিন্সের রাষ্ট্রপতি ড্রিগো দুত্রেটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *