জাপানি হরফে ভারতে প্রথম গবেষণাপত্র পেশ বিশ্বভারতীর

শান্তিনিকেতন: জাপানি হরফে নিজের গবেষণাপত্র পেশ করলেন বিশ্বভারতীর অধ্যাপক৷ গবেষক সুদীপ্ত দাসের এই কাজ ভারতে প্রথম গবেষণাপত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে৷ ভারতের স্বাধীনতা আন্দোলনে জাপানের একটি বড় ভূমিকা ছিল৷ এই সংক্রান্ত বিষয়ের উপর দীর্ঘ দিন ধরে গবেষণা করেন বিশ্বভারতীর জাপানি বিভাগের অধ্যাপক সুদীপ্ত দাস৷ জাপানি ভাষায় লেখা গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, প্রথম বাঙালি হিসাবে জাপান গিয়েছিলেন

bd92c8662aa96223caf8942c4c43da9b

জাপানি হরফে ভারতে প্রথম গবেষণাপত্র পেশ বিশ্বভারতীর

শান্তিনিকেতন: জাপানি হরফে নিজের গবেষণাপত্র পেশ করলেন বিশ্বভারতীর অধ্যাপক৷ গবেষক সুদীপ্ত দাসের এই কাজ ভারতে প্রথম গবেষণাপত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে৷ ভারতের স্বাধীনতা আন্দোলনে জাপানের একটি বড় ভূমিকা ছিল৷ এই সংক্রান্ত বিষয়ের উপর দীর্ঘ দিন ধরে গবেষণা করেন বিশ্বভারতীর জাপানি বিভাগের অধ্যাপক সুদীপ্ত দাস৷

জাপানি ভাষায় লেখা গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, প্রথম বাঙালি হিসাবে জাপান গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ৷ পরবর্তীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ অনেক বাঙালিই জাপান গিয়েছিলেন৷ গবেষণাপত্রে আরও একটি উল্লেখযোগ্য দিক ফুটে উঠেছে তা হল, ‘ভারত-জাপান সম্পর্ক’৷ বিশেষ করে ‘বাংলা-জাপান সম্পর্ক’৷

বিশ্বভারতীর জাপানি বিভাগ থেকে জাপানি হরফে এই প্রথম কেউ গবেষণাপত্র পেশ করেছেন৷ এমনকি, ভারতবর্ষ থেকেও প্রথম জাপানি হরফে লেখা এই গবেষণাপত্রটি৷ ১৮৬৮ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সময় সীমায় ভারত-জাপান ও বাংলা-জাপান সম্পর্কের রসায়ন স্থান পেয়েছে এই গবেষণায়৷ অধ্যাপক সুদীপ্ত দাস বলেন, “সাতটি অধ্যায়ে বিভক্ত এই গবেষণাপত্রটি৷ বিশ্বভারতী থেকে জাপানি স্কিপ্টে প্রথম এই গবেষণাপত্র৷ এমনকি, ভারত থেকে এই প্রথম জাপানি স্কিপ্টে লেখা গবেষণাপত্র এটি৷ আমি পরবর্তীতে এই গবেষণাপত্রটি ইংরাজি ও বাংলায় অনুবাদ করব৷ যাতে সকলেই পড়তে পারেন৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *