আরও বিপাকে ভারতী ঘোষ, নয়াদিল্লিতে গ্রেপ্তার দেহরক্ষী

কলকাতা: নয়াদিল্লির মালব্য নগর থেকে গ্রেপ্তার করা হল পূর্বতন আইপিএস অফিসার ভারতী ঘোষের এক দেহরক্ষীকে। আজ সকালে সুজিত মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি।। আজই তাকে কলকাতায় আনা হচ্ছে। গত ১৯ অগস্ট পশ্চিম মেদিনীপুরের কোতয়ালি থানায় নতুন করে প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়৷ হিসাব বহির্ভূত সম্পত্তি রাখা ও আর্থিক তছরূপের

আরও বিপাকে ভারতী ঘোষ, নয়াদিল্লিতে গ্রেপ্তার দেহরক্ষী

কলকাতা: নয়াদিল্লির মালব্য নগর থেকে গ্রেপ্তার করা হল পূর্বতন আইপিএস অফিসার ভারতী ঘোষের এক দেহরক্ষীকে। আজ সকালে সুজিত মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি।। আজই তাকে কলকাতায় আনা হচ্ছে।

গত ১৯ অগস্ট পশ্চিম মেদিনীপুরের কোতয়ালি থানায় নতুন করে প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়৷ হিসাব বহির্ভূত সম্পত্তি রাখা ও আর্থিক তছরূপের ভিত্তিতে নতুন অভিযোগ দায়ের হওয়ার চূড়ান্ত বিপাকে পড়েন তিনি৷ সূত্রের খবর, সিআইডি এই অভিযোগ দায়ের করে নতুন করে মামলা শুরু করছে মেদিনীপুর আদালতে৷ তবে পুলিশ ও সিআইডির পক্ষ থেকে কেউই কোনও মন্তব্য করতে রাজি হননি এই বিষয়ে৷

মেদিনীপুর আদালতে ভারতী ঘোষের বিরুদ্ধে দাসপুরের সোনা কিনে প্রতারণা মামলায় খানিকটা ব্যাকফুটে গিয়েছে সিআইডি৷ গ্রেফতার হওয়া ভারতীর স্বামী এমভি রাজুকে জেরার ক্ষেত্রে আদালত অবমাননার অভিযোগ করেছেন রাজুর আইনজীবী৷আদালত সব তথ্য তলব করেছে সিআইডির থেকে৷ তবে সিজেএম কোর্টে গরু ব্যবসায়ীর করা মামলায় ভারতী ও সুজিত মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে৷এবার নয়াদিল্লিতে দেহরক্ষীর গ্রেপ্তারির ঘটনায় বিড়ম্বনা আরও বড়ল ভারতীর৷

পশ্চিম মেদিনীপুরের এক সময়ের পুলিশ সুপার ভারতী ঘোষ নিজের চাকরি থেকে ইস্তফা দিতেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলার খাঁড়া নেমে এসেছিল৷ প্রথমে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার মামুদপুরের যুবক চন্দন মাঝি দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ২০১৮ সালের সালের ১ ফেব্রুয়ারি ঘাটাল আদালত সিআইডি তদন্তের নির্দেশ দেয়৷ অভিযোগ ছিল, নোটবন্দির সময়ে বেশ কিছু পুলিশকর্মী তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষের নির্দেশে তাঁর কাছ থেকে মোটা টাকার সোনা কিনে নেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − five =