অনশন ধর্মঘটে বসলেন IIT-র গবেষক-পড়ুয়ারা

কলরকাতা: মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের বিরুদ্ধে বারবার ‘ভাতা বৃদ্ধির’ অভিযোগ জানিয়েও সুরহা হয়নি৷ এবার সেই সমস্যা সমাধানের দাবি জানিয়ে ১২ ঘন্টার অনশন ধর্মঘটের ডাক দিল আইআইটি গবেষক-পড়ুয়ারা৷ এর আগেও মোমবাতি মিছিল সহ একাধিকভাবে প্রতিবাদ জানিয়ে লাভ না হওয়ায় শেষে অনশন ধর্মঘটের ডাক দিল আইআইটির গবেষক এবং পড়ুয়ারা৷ আইআইটির গবেষক ও পড়ুয়াদের কথায়, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পক্ষ

3851c2de8a3633c73e5ecf90267a6878

অনশন ধর্মঘটে বসলেন IIT-র গবেষক-পড়ুয়ারা

কলরকাতা: মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের বিরুদ্ধে বারবার ‘ভাতা বৃদ্ধির’ অভিযোগ জানিয়েও সুরহা হয়নি৷ এবার সেই সমস্যা সমাধানের দাবি জানিয়ে ১২ ঘন্টার অনশন ধর্মঘটের ডাক দিল আইআইটি গবেষক-পড়ুয়ারা৷ এর আগেও মোমবাতি মিছিল সহ একাধিকভাবে প্রতিবাদ জানিয়ে লাভ না হওয়ায় শেষে অনশন ধর্মঘটের ডাক দিল আইআইটির গবেষক এবং পড়ুয়ারা৷

আইআইটির গবেষক ও পড়ুয়াদের কথায়, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে ট্যুইট করে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মাত্র৷ কিন্তু একাধিকবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে অভিযোগের কথা জানালেও কর্তৃপক্ষ কান না দেওয়ায় তাঁদের এই অবস্থান৷ আগামী শনিবারের মধ্যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যদি তাঁদের দাবি না মানে তাহলে অনির্দিষ্টকালের জন্য তারা অনশন ধর্মঘট-এ যাবে৷

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে মঙ্গলবার সকাল থেকে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি অবস্থান বিক্ষোভে বসেছে৷ কর্মরত অবস্থায় মৃত্যুর পর কর্মচারীদের তাদের পরিবারের একজন সদস্যের চাকরি দেওয়ার দাবি সহ বিভিন্ন দাবিতে এই অবস্থান শুরু করেছে অরবিন্দ ভবনের বারান্দাতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *