জয়েন্ট এন্ট্রান্সের দ্বিতীয় পর্বের পরীক্ষায় কীভাবে করবেন রেজিস্ট্রেশন?

কলকাতা: জয়েন্ট এনট্রান্স দ্বিতীয় দফার পরীক্ষা হবে এপ্রিলে৷ প্রথম দফার পরীক্ষার ফলাফল আগেই প্রকাশিত হয়ে গিয়েছে৷ এবার দ্বিতীয় দফার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ অনলাইনে রেজিস্ট্রেশনও শুরু পর্বও শুরু হতে চলেছে ফেব্রুয়ারি ৮ তারিখ থেকে৷ চলবে ৭ মার্চ পর্যন্ত৷ কীভাবে করবেন গোটা প্রক্রিয়া? কী ভাবে আবেদন করতে হবে? জেইই-এর মেইন অফিসিয়াল সাইট jeemain.nic.in গিয়ে ‘অনলাইন অ্যাপ্লিকেশন

b397626453ea6b8bf47a358c2e7ce1ac

জয়েন্ট এন্ট্রান্সের দ্বিতীয় পর্বের পরীক্ষায় কীভাবে করবেন রেজিস্ট্রেশন?

কলকাতা: জয়েন্ট এনট্রান্স দ্বিতীয় দফার পরীক্ষা হবে এপ্রিলে৷ প্রথম দফার পরীক্ষার ফলাফল আগেই প্রকাশিত হয়ে গিয়েছে৷ এবার দ্বিতীয় দফার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ অনলাইনে রেজিস্ট্রেশনও শুরু পর্বও শুরু হতে চলেছে ফেব্রুয়ারি ৮ তারিখ থেকে৷ চলবে ৭ মার্চ পর্যন্ত৷ কীভাবে করবেন গোটা প্রক্রিয়া? কী ভাবে আবেদন করতে হবে?

জেইই-এর মেইন অফিসিয়াল সাইট jeemain.nic.in গিয়ে ‘অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস লিঙ্ক’ এ ক্লিক করতে হবে৷ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে আবেদনকারীকে৷ তারপর সাবমিট করতে হবে৷ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে ডাইনলোড করে ফর্মের প্রিন্ট আউট বের করে রাখতে হবে৷

এই প্রথম দু’ দফায় জি-এর পরীক্ষা হচ্ছে৷ এর ফলে পরীক্ষার্থীরা যেটিতে বেশি ভালো নম্বর পাবেন সেই নম্বরের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হওয়ার সুযোগ পাবেন৷ ২০১৯-এর জেইই মেইনস পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৯ হাজার ১৯৮৷ দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৪৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল৷ সুষ্ঠ ভাবে পরীক্ষা পরিচালনার জন্য ৫৬৬ জন পরিদর্শক, ২৫৪ জন সিটি কোঅর্ডিনেটর এবং ২৫ জন রাজ্য কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছিল৷এবার জেইই মেইনস পরিক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) রাজ্য ভিত্তিক মেধা তালিকাও প্রকাশ করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *