বালুরঘাট: প্রাথমিক পড়ুয়াকে দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাথা ম্যাসাজ করিয়ে নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বিতর্কের ঝড় উঠেছে শিক্ষক মহলে৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন সদর সার্কেলের উত্তর মহাদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে৷ দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষক পড়ুয়াদের দিয়ে মাথা ম্যাসাজ করার পাশাপাশি হাত পা ম্যাসাজ করান বলে অভিযোগ৷ যদিও অভিযুক্ত শিক্ষক নয়ন মহন্তের দাবি, দীর্ঘদিন আগে এসব তিনি অভিভাবকদের জানিয়েই ছাত্রদের দিয়ে করাতেন৷ তবে এখন আর করান না৷ স্কুলের একাংশ শিক্ষকের অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন৷ তাঁরাই এই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে৷ ঘটনার তদন্ত করে কড়া ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তপন সদর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক বিজয়াশিষ ঘটক। জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক ) মৃণালকান্তি সিংহ রায় বলেন, কোন কিছু ভাইরাল হলেই তা সত্য নাও হতে পারে। আমার কাছে কোনও লিখিত অভি্যোগ আসেনি। এলে পুরো বিষয় খতিয়ে দেখে কড়া পদক্ষেপ করব। তপন সদর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক বলেন, আমার বিষয়টি জানা নেই। তবে খতিয়ে দেখছি। যদিও এমন হয়ে থাকে তবে তা খুবই লজ্জাজনক। সত্য প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক পড়ুয়াকে দিয়ে মাথা ম্যাসাজ প্রধান শিক্ষকের, বিতর্কের ঝড় শিক্ষামহলে
বালুরঘাট: প্রাথমিক পড়ুয়াকে দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাথা ম্যাসাজ করিয়ে নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বিতর্কের ঝড় উঠেছে শিক্ষক মহলে৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন সদর সার্কেলের উত্তর মহাদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে৷ দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষক পড়ুয়াদের দিয়ে মাথা ম্যাসাজ করার পাশাপাশি হাত পা ম্যাসাজ করান বলে অভিযোগ৷ যদিও অভিযুক্ত শিক্ষক নয়ন মহন্তের দাবি,