নির্দেশ পালনে ব্যর্থ হলেই শিক্ষকদের বিরুদ্ধে কড়া শাস্তির বিজ্ঞপ্তি পর্ষদের

কলকাতা: এবার প্রধান শিক্ষকদের বিরুদ্ধে সার্ভিস রুল মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ার দিল মধ্যশিক্ষা পর্ষদ৷ আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যর প্রতিটি স্কুলের ক্লাসভিত্তিক রুটিন না পেলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া ভাষায় জানান হয়েছে৷ পর্ষদ অনুমোদিত সব স্কুলের প্রধানদের এক নির্দেশিকায় জানানো হয়েছে, গত বছরের ২০ নভেম্বরের নির্দেশিকা মেনে বহু স্কুলই এখনও অবধি

60744447f0adbd2044e12f426fdb0fca

নির্দেশ পালনে ব্যর্থ হলেই শিক্ষকদের বিরুদ্ধে কড়া শাস্তির বিজ্ঞপ্তি পর্ষদের

কলকাতা: এবার প্রধান শিক্ষকদের বিরুদ্ধে সার্ভিস রুল মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ার দিল মধ্যশিক্ষা পর্ষদ৷ আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যর প্রতিটি স্কুলের ক্লাসভিত্তিক রুটিন না পেলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া ভাষায় জানান হয়েছে৷

পর্ষদ অনুমোদিত সব স্কুলের প্রধানদের এক নির্দেশিকায় জানানো হয়েছে, গত বছরের ২০ নভেম্বরের নির্দেশিকা মেনে বহু স্কুলই এখনও অবধি বাধ্যতামূলক রুটিন পাঠাতে ব্যর্থ হয়েছে৷ পর্ষদ এই গাফিলতির বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করছে৷ ফলে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে রুটিন না পাঠালে পর্ষদ সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে৷ যদিও শিক্ষক সংগঠনগুলির দাবি, প্রধান শিক্ষকদের থেকে সরাসরি জরিমানা আদায়ের কোনও ক্ষমতাই নেই মধ্যশিক্ষা পর্ষদের৷ যা করার পরিচালন সমিতির মাধ্যমেই করতে হবে৷ এমনকী পরিবর্তনের সরকারের আমলে শিক্ষকদের যে আদর্শ আচরণবিধি জারি করা হয়েছিল, তাতেও জরিমানা আদায়ের কোনও সংস্থান নেই বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *