কলকাতা: সল্টলেক লাগোয়া দত্তাবাদে আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি ঝুপড়ি। রবিবার সকালে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে একটি ঝুপড়িতে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ হতাহত না হলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন দমকল দপ্তরের দমকল দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু। তিনি ঝুপড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। তবে, এই ঘটনার পিছনে স্থানীয় প্রমোটারদের চক্রান্ত থাকতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের৷ কেননা, দত্তাবাদের ওই এলাকার বাজারমূল্য কয়েকশো কোটি টাকা৷ বাসিন্দারা মনে করছেন, বস্তিবাসীদের উচ্ছেদ করার লক্ষ্যেই এই ঘটনা ঘটানো হতে পারে৷
দত্তাবাদে ঝুপড়িতে আগুন, চক্রান্তের আশঙ্কা স্থানীয়দের
কলকাতা: সল্টলেক লাগোয়া দত্তাবাদে আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি ঝুপড়ি। রবিবার সকালে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে একটি ঝুপড়িতে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ হতাহত না হলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন দমকল দপ্তরের দমকল দপ্তরের স্বাধীন