কলকাতা: কেন্দ্রীয় স্কুল শিক্ষা পর্ষদ সিবিএসই কিছুদিন আগেই স্কুলস্তরে খেলাধুলোয় উৎসাহ দিতে বিশেষ নির্দেশিকা জারি করেছিল। এবার রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার সৌমিত্র মোহনও প্রায় একই ধরনের নির্দেশিকা জারি করলেন।
যাতে বলা হয়েছে, রাজ্য, দেশ বা আন্তর্জাতিক স্তরের স্কুল স্পোর্টসে কোনও পড়ুয়া অংশগ্রহণ করলে, সে যেন সমস্যায় না পড়ে। সে কোনও পরীক্ষা দিতে না পারলে তার জন্য পৃথক ব্যবস্থাও করতে হবে। শুধু তাই নয়, পরীক্ষার্থীদের পাশাপাশি শারীরশিক্ষা বা খেলাধুলোর শিক্ষকদেরও অন ডিউটি লিভ দিতে হবে, যাতে তাঁরা দল নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। শারীরশিক্ষার শিক্ষকদের অন্য কোনও ক্লাস বা কাজ দেওয়া যাবে না। তাঁরা শুধুমাত্র খেলাধুলোর বিষয়টিই দেখবেন।
রাজ্যের এই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি স্কুলকেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর স্কুল স্পোর্টস অ্যান্ড গেমস থেকে অনুমোদন নিতে হবে। শিক্ষকদের অন ডিউটি লিভ দিতে চাইলে, আগে থেকে এই কাউন্সিল এবং প্রধান শিক্ষক আবেদন জানাবেন। তার পরেই মিলবে ছাড়পত্র। জেলাস্তরের প্রতিযোগিতার জন্য ডিস্ট্রিক্ট অফিসার ফর ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার-এর থেকে আবেদন আসতে হবে। তাঁদের সঙ্গেও যোগাযোগ রাখবেন স্কুলের প্রধান শিক্ষকরা। প্রতিটি স্কুলকেই জেলা বা মহকুমা স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দল পাঠাতে হবে। প্রতিযোগী দলের থাকার জন্য স্কুলের অংশবিশেষ বা গোটা বিল্ডিংই প্রয়োজনে ছেড়ে ছেড়ে দেওয়া যেতে পারে। পাশাপাশি, এটাও মাথায় রাখতে হবে, এর জন্য যেন দৈনন্দিন পঠনপাঠনে কোনও বিঘ্ন না ঘটে।