ফের ভূমিকম্পে কাঁপল বাংলা, প্রভাব উত্তর-পূর্ব ভারতে

নয়াদিল্লি: ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত৷ সোমবার সকালেই ভূকম্পন কেঁপে ওঠে অরুণাচল ও অসম৷ সেই সঙ্গে কেঁপে ওঠে উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যগুলিও৷ কম্পনের জের পড়েছে এ রাজ্যেও৷ মৃদু কম্পন অনুভূত হয় কোচবিহারেও৷ সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দু’বার কেঁপে ওঠে গুয়াহাটি-সহ অসমের বিভিন্ন অংশ, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুর ও পঞ্চিমবঙ্গে কোচবিহারের

ফের ভূমিকম্পে কাঁপল বাংলা, প্রভাব উত্তর-পূর্ব ভারতে

নয়াদিল্লি: ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত৷ সোমবার সকালেই ভূকম্পন কেঁপে ওঠে  অরুণাচল ও অসম৷ সেই সঙ্গে কেঁপে ওঠে উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যগুলিও৷ কম্পনের জের পড়েছে এ রাজ্যেও৷ মৃদু কম্পন অনুভূত হয় কোচবিহারেও৷

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দু’বার কেঁপে ওঠে গুয়াহাটি-সহ অসমের বিভিন্ন অংশ, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুর ও পঞ্চিমবঙ্গে কোচবিহারের কিছু অংশ৷ প্রথম কম্পন অনুভূত হয় সকাল সওয়া ন’টা নাগাদ৷ এর ঠিক চার মিনিট পরেই ফের আর এক দফা ভূমিকম্প হয়৷ কম্পনের তীব্রতা ছিল ৪.৭৷ উত্‍‌সস্থল ছিল অসমের বরপেটায় ভূমি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে৷ রবিবার সন্ধ্যায়ও কেঁপে ওঠে অরুণাচল প্রদেশ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার৷ গোটা অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে৷ হঠাৎ কম্পনে ঘর থেকে রাস্তায় নেমে পড়েন বহু মানুষ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 4 =