কলকাতা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ পূর্তি উপলক্ষে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান হবে। বিদ্যাসাগরের জীবন এবং তাঁর কাজকর্মের উপর রচনা এবং বক্তৃতা প্রতিযোগিতা হবে।
শুধু তাই নয়, তাঁর ২০০ বছর পূর্তি উপলক্ষে যাতে ডাকটিকিট প্রকাশ করা হয়, সেজন্য কেন্দ্রীয় সরকারের কাছে লিখিত আবেদন করা হবে। তাছাড়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে দু’দিন ব্যাপী আলোচনাচক্র করা হবে। তার সঙ্গে বিদ্যাসাগরের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনীও করা হবে। বিদ্যাসাগর সেতুর সামনে তাঁর মূর্তি বসানোরও একটি চিন্তাভাবনা রয়েছে। রাজ্য সরকার রাজি হলে, সেটাও বাস্তবায়িত হবে।