প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়৷ আজ, দুপুরে ৯১ বছর বয়সে তাঁর প্রয়াণ ঘটে৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়৷ ছিলেন এসএসকেএম হাসপাতালে৷ ফুসফুসে সংক্রমন জনিত সংক্রমণ ছিল তাঁর৷ তবে, দীর্ঘ চিকিৎসার পর কিছুটা সাড়া দিচ্ছেন এই প্রবীন শিল্পী৷ কিন্ত, রবিবার থেকে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকে৷ শুরু হয় শ্বাসকষ্ট৷ পরে, আজ তাঁর সল্টলেকের বাড়িতেই প্রয়ান ঘটে৷
আধুনিক ও জনপ্রিয় বাংলা গানের এক কিংবদন্তী নাম তিনি। বহু গান গেয়েছেন, শুধু বাংলাতেই নয়, হিন্দিতেও তাঁর সমান জনপ্রিয়তা। এপার বাংলাই নয়, ওপার বাংলাও একবাক্যে চেনে এই শিল্পীকে। ২০১০ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। ২০১১ সালে অর্জন করেন বঙ্গবিভূষন সম্মান। সলিল চৌধুরির সুরে শিল্পীর কালজয়ী কিছু গান শ্রোতাদের মনে থেকে যাবে চিরকাল। অল ইন্ডিয়া রেডিওর কিংবদন্তি মহালয়ার অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী’-তে তাঁর কন্ঠের বিখ্যাত গান ‘জাগো দুর্গা’ আজও রোমাঞ্চিত করে শ্রোতাদের। ষাটের দশকের এই সঙ্গীতশিল্পীর বয়স ৯১ বছর। বর্ষীয়ান এই শিল্পীর মৃত্যুর খবরে বিষণ্ণ পরিবার ও ঘনিষ্ঠ মহল।
বিস্তারিত আসছে….