মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, তথ্যপ্রমাণ হাতড়ে বেড়াচ্ছে পুলিশ

কলকাতা: পরপর দু’দিন মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই হোয়াটসঅ্যাপে বেরিয়ে গেল প্রশ্নপত্র। তারপরও এখনও তথ্যপ্রমাণ হাতড়ে বেড়াচ্ছে পুলিশ৷ শোনা গিয়েছে, মালদহ সহ কয়েকটি জেলা থেকে নাকি প্রশ্ন বের হয়েছে। অথচ, কে বা কারা তা করেছে, কিংবা কোন কেন্দ্র থেকে তা বেরিয়েছে, তার কোনও খবরই জোগাড় করতে পারেনি পুলিস। এমনই অভিযোগ করছে শিক্ষকদের একাংশ। এদিকে, এই ঘটনায়

মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, তথ্যপ্রমাণ হাতড়ে বেড়াচ্ছে পুলিশ

কলকাতা: পরপর দু’দিন মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই হোয়াটসঅ্যাপে বেরিয়ে গেল প্রশ্নপত্র। তারপরও এখনও তথ্যপ্রমাণ হাতড়ে বেড়াচ্ছে পুলিশ৷

শোনা গিয়েছে, মালদহ সহ কয়েকটি জেলা থেকে নাকি প্রশ্ন বের হয়েছে। অথচ, কে বা কারা তা করেছে, কিংবা কোন কেন্দ্র থেকে তা বেরিয়েছে, তার কোনও খবরই জোগাড় করতে পারেনি পুলিস। এমনই অভিযোগ করছে শিক্ষকদের একাংশ। এদিকে, এই ঘটনায় সর্ষের মধ্যেই ভূত দেখছে শিক্ষকদের একটা বড় অংশ। আজ, ইতিহাস পরীক্ষায় কী হবে, তা নিয়ে চিন্তায় মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা। প্রশ্ন বেরিয়ে যাওয়ার ঘটনার নিন্দা করলেও, কেন এখনও দোষীদের ধরা গেল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক সংগঠনগুলি। তাদের মূল বক্তব্য, শিক্ষক-প্রধান শিক্ষকদের দায়িত্ব থেকে সরিয়ে সরকারি আধিকারিককে দায়িত্ব দেওয়াটাই কাল হয়েছে বোর্ডের। এক অংশের শিক্ষক এই পদক্ষেপকে অপমান হিসেবেই নিয়েছে। কোথাও একটা রাগও তৈরি হয়েছে তাঁদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 7 =