যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমে দুষ্কৃতীদের মারে গুরুতর জখম হলেন প্রাথমিক শিক্ষক৷ আপাতত তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ থানায় দায়ের হয়েছে অভিযোগ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে, গাইঘাটা বিধানসভার হাবড়া উত্তর মণ্ডলের বিজেপি শিক্ষক সেলের মণ্ডল ইনচার্জ কৃষ্ণেন্দু পোদ্দার আজ শাসকদলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাবড়া হসপিটালে ভর্তি৷ তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে৷ অভিযোগ, তিনি বারাসত জেলার বিজেপি শিক্ষক সেলের নেতা হিসেবে প্রাথমিক শিক্ষকদের PRT স্কেলের দাবিতে আন্দোলন করছিলেন৷ বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে৷ বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস বলেন, ‘‘প্রাথমিক শিক্ষকদের বর্তমান সরকার তাদের ন্যায্য বেতন দিচ্ছে না। দীর্ঘদিন ধরে তাঁরা বঞ্চিত। তাঁরা ন্যায্য বেতন PRT স্কেলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছে৷ বর্তমান তৃণমূল সরকার শিক্ষকদের প্রতিবাদের মুখ বন্ধ করার জন্য তাদের দুষ্কৃতীদের দ্বারা শিক্ষকদের শারীরিক ভাবে আক্রমণ করাচ্ছে। সমগ্র পশ্চিমবঙ্গেই শিক্ষকরা আজ আক্রান্ত। আমরা এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে পথে নেমে আমরা এই শিক্ষক আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানাব৷’’ আক্রান্ত শিক্ষক কৃষ্ণেন্দু বাবু হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছেন৷ বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গের শিক্ষকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং দোষীদের চরমতম শাস্তি দিতে হবে।”