নয়াদিল্লি: মিড ডে মিলে বিপুল অর্থ বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার। কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন দপ্তর আট হাজার কোটি টাকার যে ভর্তুকি দেয়, তার বাইরে চলতি আর্থিক বছরের জন্য ১২ হাজার ৫৪ কোটি টাকা খরচ করা হবে বলে সরকারি বিবৃতি দিয়ে জানিয়ে দিল কেন্দ্র। সামনে ভোট। তাই একদিকে যেমন সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হচ্ছে, অন্যদিকে মিড ডে মিল খাতেও অতিরিক্ত অর্থ বরাদ্দ করে সরকার স্কুল কর্তৃপক্ষর মন জয় করতে চাইছে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়টিতে অনুমোদন মিলেছে।
প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল পড়ুয়াদের মিড ডে মিল দেয় কেন্দ্র। সরকারের হিসেব মতো গোটা দেশের প্রায় সাড়ে ১১ লক্ষ স্কুলে প্রায় ১২ কোটি পড়ুয়া এই মিড ডে মিল পায়। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মিড ডে মিলে স্রেফ রান্নার জন্য এবার ৩৬১ কোটি টাকা খরচ করা হবে। স্কুলে রান্নার সামগ্রী বয়ে নিয়ে যাওয়ার পরিবহণ খরচ কুইন্টাল প্রতি ৭৫ টাকা দেওয়া হবে। উত্তর-পূর্ব এবং হিমালয়ের পাহাড়ি এলাকার রাজ্যগুলির জন্য তা কুইন্টাল প্রতি ১৫০ টাকা। রান্নার সরঞ্জাম সহ বাসনপত্র কেনার জন্য আগে সব স্কুলকেই পাঁচ হাজার টাকা দেওয়া হত। এখন সেটিরও বদলের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।
ঠিক হয়েছে, স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যার ওপর ভিত্তি করে এই অর্থ কমপক্ষে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা দেওয়া হবে। পুরনো বাসনপত্র বদলে নতুন বাসনপত্র সহ রান্নার সরঞ্জাম কেনারও পরামর্শ দিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়। যে সব স্কুলে মিড ডে মিলে রান্নার জায়গা ১০ বছরের পুরনো হয়ে গিয়েছে তা সংস্কারের জন্যও প্রতি স্কুলকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।