উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে নয়া কৌশল সংসদের

কলকাতা: মাধ্যমিকে লাগাতার প্রশ্নফাঁসের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও সতর্ক হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ সভাপতি মহুয়া দাস আগেই জানিয়েছিলেন, উপদ্রুত এলাকার স্কুলগুলিতে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর রাখা হবে৷ তা দিয়ে মোবাইল বা অন্য ইলেকট্রনিক ডিভাইস খোঁজা হবে৷ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মোবাইল তো বটেই, কোনও ব্যাগ নিয়েও পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে

6e5db3f46f6915dd7006d6143dd20ad4

উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে নয়া কৌশল সংসদের

কলকাতা: মাধ্যমিকে লাগাতার প্রশ্নফাঁসের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও সতর্ক হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ সভাপতি মহুয়া দাস আগেই জানিয়েছিলেন, উপদ্রুত এলাকার স্কুলগুলিতে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর রাখা হবে৷ তা দিয়ে মোবাইল বা অন্য ইলেকট্রনিক ডিভাইস খোঁজা হবে৷

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মোবাইল তো বটেই, কোনও ব্যাগ নিয়েও পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না৷ কঠোরভাবে তা মেনে চলতে হবে৷ সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং টাইম সকাল ন’টা করা হয়েছে৷ অর্থাৎ, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে হলে ঢুকতে হবে৷ কারণ এখন অনেক রাজনৈতিক মিটিং-মিছিল হচ্ছে৷ রাস্তাঘাটে দেরির জন্য শেষ মুহূর্তে হুড়োহুড়ি পড়ে গেলে মুশকিল৷

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস দসংসদ মনে করছে, এসব সুরক্ষামূলক ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তরায় হতে পারে। আরও বেশ কিছু সুরক্ষামূলক ব্যবস্থা নিতে চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেগুলি আপাতত গোপন রাখছে তারা৷ সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়ানো রুখতে উপদ্রুত এলাকাগুলিতে ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। বাকি পরীক্ষাগুলিতেও একই ব্যবস্থা করা হবে৷ তবে, উচ্চ মাধ্যমিকে প্রথম থেকেই এই কৌশল নেওয়া হবে বলে খবর৷ এর জন্য জেলাশাসকদের কাছেও নির্দেশ গিয়েছে রাজ্য প্রশাসনের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *