কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে ঢোকার নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাতে করে একজন পড়ুয়াকে সকাল ৯টায় তার নির্ধারিত কেন্দ্রে পৌঁছতে হবে। এতে পরীক্ষার্থীদের উপর বাড়তি মানসিক চাপ তৈরি হবে বলে মনে করছে পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষক সমিতি।
বড় পরীক্ষার আগে এমন চাপ কমানোর জন্য সংসদের কাছে আবেদন করেছে সমিতি। এছাড়াও মাধ্যমিকে যেভাবে পরীক্ষা চলাকালীনই প্রশ্ন হোয়াটসঅ্যাপে বেরিয়ে গিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করে সংগঠন জানিয়েছে, সংসদের উচিত আরও বেশি সতর্ক হয়ে এই পরীক্ষা পরিচালনা করা। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে।