ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়

কলকাতা: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ আন্দোলন অব্যহত পড়ুয়াদের৷ রাতভর সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের৷ আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, সময় পেরিয়ে গেলেও এখনও ছাত্র সংসদ নির্বাচন হয়নি৷ অবিলম্বে সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চান পড়ুয়ারা৷ ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস না পাওয়া গেলেও আগামী সোমবার বিষয়টি সরকার পক্ষকে জানানো

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়

কলকাতা:  ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ আন্দোলন অব্যহত পড়ুয়াদের৷ রাতভর সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের৷

আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, সময় পেরিয়ে গেলেও এখনও ছাত্র সংসদ নির্বাচন হয়নি৷ অবিলম্বে সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চান পড়ুয়ারা৷ ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস না পাওয়া গেলেও আগামী সোমবার বিষয়টি সরকার পক্ষকে জানানো হবে বলেও পড়ুয়াদের জানিয়েছেন সহ-উপাচার্য প্রদীপ কুমার৷ আশ্বাস পেলেনও ছাত্র ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবেই বলে জানিয়েছেন পড়ুয়ারা৷

অন্যদিকে, উপাচার্য সুরঞ্জন দাসকে হেনস্থার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷  তবে কমিটিতে কারা থাকবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ গত মঙ্গলবার এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক শেষে বেরনোর সময় আন্দোলনরত বিক্ষোভের মুখে পড়েন সুরঞ্জন দাস৷ তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ৷ অসুস্থতা অনুভব করায় হাসপাতালে ভর্তি হন তিনি৷ এর পরই কর্তৃপক্ষের উপর চাপ আরও বাড়িয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ধর্নায় বসেন পড়ুয়ারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =