কলকাতা: কলেজ ওয়েবসাইট হ্যাক করে পাকিস্থানের সমর্থনে বার্তা দেওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পাঁচলার একটি কলেজে। শনিবার ঘটনাটি ঘটেছে পাঁচলা কলেজে।
জানা গিয়েছে, এদিন সকালে কলেজের এক কর্মচারী টেন্ডার সংক্রান্ত নথি দেখার জন্য কলেজের ওয়েবসাইট খোলে। তারপরই তার চোখ কপালে ওঠে। কলেজের ওয়েবসাইটি খুলতেই লেখা ভেসে ওঠে, পাকিস্তানের সমর্থনে বার্তা। পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত আছে, এই বার্তা দেওয়া হয়েছিল ওয়েবসাইটে। লেখা ছিল, শত্রুদের কিভাবে মোকাবিলা করতে হবে পাকিস্তান সেটা ভালোভাবে জানে। এরপরই কলেজে চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষা অর্পিতা মণ্ডল জানিয়েছে, আমাদের কলেজের ওয়েবসাইট কিভাবে হ্যাক করা হলো সেটা চিন্তার বিষয়। আমরা বিষয়টি ইতিমধ্যেই ওয়েবসাইট নির্মাতা সংস্থা ও রাজাপুর থানাকে জানিয়েছি।