কলকাতা: মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে উপযুক্ত পদক্ষেপের দাবি জানাল বিজেপি শিক্ষক সেল৷ আজ, সোমবার বর্ধমান সদর জেলা বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে জেলার ডিআই (মাধ্যমিক) ও জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়৷
বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ বলেন, ‘‘এবছরের মাধ্যমিক পরীক্ষায় সাতটি বিষয়ের মধ্যে সাতটিতেই প্রশ্ন ফাঁস হওয়ায় আমাদের শিক্ষামন্ত্রী পার্থবাবু এক অনন্য নজির সৃষ্টি করেছেন৷ এবং সেইসঙ্গে সারা দেশের কাছে আমাদের রাজ্যের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ এই পরীক্ষাতেও যাতে প্রশ্ন ফাঁসের এই জঘন্য ঘটনা না ঘটে তার জন্য উপযুক্ত পদক্ষেপের দাবিতে আমরা শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করলাম।’’
এদিনের গোটা কর্মসূচির নেতৃত্বদেন জেলা কনভেনার রাধাকান্ত রায়৷ এই এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অর্ধেন্দু বিশ্বাস, বর্তমান সহ সভাপতি নবকুমার হাজরা, জেলার সাধারণ সম্পাদক বিজন মণ্ডল, বিজেপি শিক্ষক সেলের জেলা কো-কনভেনার সঞ্জয় বিশ্বাস ও অমল ব্যাপারী, বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ, বিধানসভার ইনচার্জ বিশ্বজিৎ সর, মনোরঞ্জন বিশ্বাস, অরূপ ধারা এবং দেবদূত সাঁতরা।