কলকাতা: রাজ্যের যে কলেজগুলি ন্যাশনাল অ্যাক্রেডিটেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিল (ন্যাক)-এর অনুমোদন এখনও পায়নি, তা নিয়ে আগামী ৭ মার্চ বৈঠক করতে চলেছে উচ্চশিক্ষা দপ্তর।
সম্প্রতি ওই সব কলেজকে একটি বিশেষ ফর্মুলা দিয়েছে তারা। তাতে ন্যাক মূল্যায়নে কত নম্বর একটি কলেজ পেতে পারে, তার আভাস পাওয়া যাবে। সেই প্রক্রিয়া কলেজগুলি সেরে ফেলে দপ্তরের কাছে রিপোর্ট পাঠিয়েছে। সেই সব নিয়ে আলোচনা করা হবে। দপ্তর সূত্রে খবর, রিপোর্টে কার কোথায় খামতি রয়েছে, সেগুলি তুলে ধরা হবে। বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নোডাল অফিসারদের থাকার কথা রয়েছে।