উচ্চ শিক্ষার মান বাড়াতে নয়া নীতি রাজ্যের

কলকাতা: রাজ্যের নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে ভালো শিক্ষকের অভাব পূরণ করতে রাজ্য সরকার একটি নতুন নীতি তৈরি করতে চলেছে। যাদবপুর, প্রেসিডেন্সির মত প্রথম শ্রেণির বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকেরা যাতে নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াতে পারেন সে জন্য এই নীতি তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সোমবার নিউটাউনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে নতুন ২৮ টি

উচ্চ শিক্ষার মান বাড়াতে নয়া নীতি রাজ্যের

কলকাতা: রাজ্যের নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে ভালো শিক্ষকের অভাব পূরণ করতে রাজ্য সরকার একটি নতুন নীতি তৈরি করতে চলেছে। যাদবপুর, প্রেসিডেন্সির মত প্রথম শ্রেণির বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকেরা যাতে নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াতে পারেন সে জন্য এই নীতি তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

সোমবার নিউটাউনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে নতুন ২৮ টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে । আরও তৈরি হচ্ছে । কন্যাশ্রী প্রকল্পের মেয়েদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে । কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, যাদবপুরের মতো নামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওই সব নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে মাঝে মাঝে ক্লাস নিলে সেখানকার পড়ুয়ারা উপকৃত হবেন।নতুন নীতি তৈরীর সময় পড়ুয়াদের স্বার্থের পাশাপাশি শিক্ষকদের সম্মান এর বিষয়টিও মাথায় রাখা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

অক্সফোর্ড হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রেসিডেন্সি যাদবপুরের নামও একই বন্ধনিতে উচ্চারিত হবে বলে আশাবাদী তিনি ।আগামী দিনে তিন রাজ্যে বা দেশে এ রাজ্যের পড়ুয়াদের পড়তে যাওয়ার ছবি বদলে গিয়ে বাইরের পড়ুয়ারা এখানে পড়তে আসবেন । পড়াশোনার পাশাপাশি বৃত্তিমূলক পাঠ্যক্রম ও গবেষণার ওপর বিশেষ জোর দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে সরকার পাশে ছিল এবং আগামীদিনেও সব রকম সাহায্যে প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া পুরনো ক্যাম্পাসের সংস্কার ও নতুন ক্যাম্পাসের জন্য অর্থ বরাদ্দ করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য রাজ্য সরকারের দেওয়া ৩৭২ কোটি টাকা অর্থ সাহায্যের মধ্যে ১৮৩ কোটি টাকা ব্যয়ে রাজারহাট নিউটাউনে বিশ্ববিদ্যালয়ের এই দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরি করা হয়েছে। এর দুটি ভবনে জৈব প্রযুক্তি, নক্ষত্রবিদ্যা, ভূ-বিজ্ঞান, প্রশাসনিক নীতি, তথ্য বিশ্লেষণ এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এর মত নানা বিষয় পড়ানো হবে।আগামী দু-এক বছরের মধ্যে পাহাড়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ক্যাম্পাসটি ও তৈরি হয়ে যাবে বলে উপাচার্য জানিয়েছেন।

প্রসঙ্গতঃ, রাজ্য সরকারের বরাদ্দ করা ১০ একর জমিতে হিডকো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করেছে। যে জমির বাজার মূল্য প্রায় ৩০০ কোটি টাকা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ওই জমি বিনামূল্যে দেওয়া হয়েছে।আগামী দিনে ওই চত্বরে একটি এডুকেশন হাব গড়ে তোলার পরিকল্পনার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 2 =