কলকাতা: পরীক্ষা চলাকালীন গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল উত্তর কলকাতার মৌলানা আজাদ কলেজ৷ বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে কলেজ৷ দু’পক্ষের ঘুষি, লাথির ঘায়ে জখম হন চার পড়ুয়া৷ পরে পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে৷
বৃহস্পতিবার মৌলানা আজাদ কলেজে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি সভা ছিল৷ সভা চলাকালীন কোনও সমস্যা হয়নি৷ সভার পরেই শুরু হয় দু’পক্ষের মধ্যে গণ্ডগোল৷ সূত্রের খবর, তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ জানা গিয়েছে, একটি গোষ্ঠীর ছেলেরা এই কলেজেরই প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য। অন্য গোষ্ঠীটি কলেজের বর্তমান ছাত্র পরিষদের। সূত্রের খবর, গতকালও এই দুই পক্ষের মধ্যে গণ্ডগোল শুরু হয়েছিল। কিন্তু এ দিনের মতো হাতাহাতি হয়নি গতকাল৷