গ্রামের রাস্তা তৈরির জন্য মাটি কাটাকে কেন্দ্র করে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার হাতিয়া এলাকায়। চলে যথেচ্ছ গুলি, বোমা। আহত হন ১ মহিলা সহ কমপক্ষে ১০ জন। আহতরা রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রায়গঞ্জ থানার পুলিসবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জের হাতিয়া গ্রামে তৈরি হচ্ছে নতুন রাস্তা। সেই নির্মাণের জন্য প্রয়োজন মাটি। অভিযোগ, এলাকা থেকে মাটি কেটে রাস্তার কাজে সরবরাহ করার বরাত ঘিরে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে কদিন ধরেই বিবাদ চলছিল। তৃণমূল কর্মী আজিদ খানের বাড়ি লক্ষ্য করে যথেচ্ছ বোমা, গুলি চালায় একদল দুষ্কৃতী বলে অভিযোগ। আহত হন হাতিয়ার পাঠানতলি এলাকার এক মহিলা সহ বেশ কয়েকজন। বোমার আঘাতে আহত জফিল শেখ জানান, কাজ সেরে বাড়ি ফেরার পথে আচমকাই সংঘর্ষের মধ্যে পড়ে যান তিনি। তাঁর পায়ে আঘাত লাগে। জেলা পুলিস সুপার সুমিত কুমার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা ও গুলির খোল উদ্ধার হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিস মোতায়েন করা হয়েছে।
মাটি কাটা ঘিরে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষ
গ্রামের রাস্তা তৈরির জন্য মাটি কাটাকে কেন্দ্র করে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার হাতিয়া এলাকায়। চলে যথেচ্ছ গুলি, বোমা। আহত হন ১ মহিলা সহ কমপক্ষে ১০ জন। আহতরা রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রায়গঞ্জ থানার পুলিসবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জের হাতিয়া গ্রামে তৈরি হচ্ছে নতুন রাস্তা। সেই নির্মাণের