স্কুল চত্বরে ভোটের প্রচার? কড়া পদক্ষেপ কমিশনের

মালদহ: নির্বাচনের প্রচার শেষ হওয়ার পরে নয়, এবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের চৌহদ্দি থেকে সরাতে হবে রাজনৈতিক প্রচার। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এমন নির্দেশের পরেই রাজ্যের বিভিন্ন জেলায় এবিষয়ে তৎপরতা শুরু করে দিয়েছে প্রশাসন। মালদহেও জেলা শিক্ষা দপ্তরে এই মর্মে নির্দেশ পাঠিয়েছেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক। আজ, শুক্রবার

স্কুল চত্বরে ভোটের প্রচার? কড়া পদক্ষেপ কমিশনের

মালদহ: নির্বাচনের প্রচার শেষ হওয়ার পরে নয়, এবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের চৌহদ্দি থেকে সরাতে হবে রাজনৈতিক প্রচার। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এমন নির্দেশের পরেই রাজ্যের বিভিন্ন জেলায় এবিষয়ে তৎপরতা শুরু করে দিয়েছে প্রশাসন।

মালদহেও জেলা শিক্ষা দপ্তরে এই মর্মে নির্দেশ পাঠিয়েছেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক। আজ, শুক্রবার বিকালে এবিষয়ে বৈঠক করারও কথা রয়েছে জেলাশাসকের। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এবার বেশকিছু নতুন ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলির প্রচারের ক্ষেত্রেও এরকমই বেশ কিছু ব্যবস্থা কার্যকরী হচ্ছে। আগে নিয়ম ছিল, নির্বাচনের প্রচার শেষ হওয়ার পরেই ভোট গ্রহণ কেন্দ্র থেকে ২০০ মিটারের মধ্যে সব রকম রাজনৈতিক প্রচার সরিয়ে নিতে হত। এবার শুরু ভোট গ্রহণ কেন্দ্র থেকেই নয়, সমস্ত সরকারি স্কুল বা সরকার পোষিত স্কুলগুলির চৌহদ্দি থেকে ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রচার সংক্রান্ত সব কিছুই সরিয়ে ফেলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *