কলকাতা: পোশাক বিধি চাপিয়ে দেওয়া নিয়ে শুক্রবার উত্তেজনা ছড়াল গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে। অভিযোগ, টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের নেতারা এক ছাত্রীর পোশাক নিয়ে আপত্তি তোলেন। ওই ছাত্রীর সঙ্গীরা প্রতিবাদ করতেই ঝামেলা শুরু হয়।
তাঁদের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং ওই ছাত্রীকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। তবে এমন কোনও ঘটনার খবর তাঁর কাছে নেই বলে জানান কলেজের অধ্যক্ষ সোমনাথ মুখোপাধ্যায়। কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন কলেজে হাত কাটা একটি সালোয়ার পরে এসেছিলেন ওই ছাত্রী। কলেজে ঢোকা মাত্রই এই পোশাক দেখে তাঁকে ডাক দেন ছাত্র সংসদের কিছু নেতা। কলেজে এমন কিছু পরা যাবে না বলে তাঁরা সতর্ক করে দেন। কিন্তু কেন, প্রশ্ন করেন ওই ছাত্রী। তিনি বলেন, কেন পোশাক নিয়ে আপত্তি করা হচ্ছে, তার কোনও যুক্তি ওঁরা দিতে পারেননি। ওঁরা শুধু বলেন, আমরা বলছি, এসব পরা যাবে না। আমার বন্ধুরা এর প্রতিবাদ করলে আমাদের ঘিরে ধরা হয়। আমার সঙ্গীদের মারধর করা হয় এবং জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় কলেজে। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।