শিলিগুড়ি: উন্নয়েনের চাকা ঘুরছেই শিলিগুড়িতে। শনিবার জল প্রকল্পের উদ্ধোধনের পরে শিলিগুড়ি পেল দু’টি কেন্দ্রীয় বিদ্যালয়। এর একটি হচ্ছে শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালী উপনগরীর সিআরপিএফ ক্যাম্পে। অন্যটি নিউ জলপাইগুড়ি ভিআইপি রোডে।
আজ, রবিবার ওই দু’টি প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন দার্জিলিংয়ের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তিনি বলেন, চলতি শিক্ষাবর্ষ থেকেই যাতে সিআরপিএফ ক্যাম্পের স্কুলটি চালু করা যায় তার উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে এনজেপি’র স্কুলটির পরিকাঠামো তৈরি করে দ্রুত সেখানেও পঠন-পাঠন চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা তাঁদের সন্তানদের স্কুলে ভর্তি করতে পারবেন। পাশাপাশি সিভিলিয়নদের ছেলেমেয়েরাও সেখানে যাতে পড়াশুনা করতে পারে তাও করা হবে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিভাগের মন্ত্রী প্রকাশ জাভেদকার গোটা দেশে ৫০টি নয়া কেন্দ্রীয় বিদ্যালয় গড়ার সিদ্ধান্তের কথা সম্প্রতি জানান। এর ফলে লক্ষাধিক ছাত্রছাত্রী কেন্দ্রীয় স্কুলে শিক্ষার সুযোগ পাবে।
এই মুহূর্তে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা মিলিয়ে মোট চারটি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। এর একটি রয়েছে সুকনায় অন্যটিতে ব্যাংডুবিতে। এছাড়াও বাগডোগরা ও সেবক রোডে কেন্দ্রীয় বিদ্যালয় আছে। এই দু’টি মিলে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা মিলিয়ে মোট ছ’টি কেন্দ্রীয় বিদ্যালয় হল।