চন্দ্রকোনা: সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১০জন৷ জখমও হয়েছেন ৩২ জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের চন্দ্রকোণা থানার জয়ন্তীপুরে। আজ সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চন্দ্রকোণা-আরামবাগ রুটের একটি বেসরকারি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই দুর্ঘটনা ঘটে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিসের পাশাপাশি উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তারকেশ্বর দিকে যাওয়ার সময় বাসটি বেশ জোরেই যাচ্ছিল। জয়ন্তীপুরের কাছে উল্টোদিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ফলে বাসটি পুরোপুরি উল্টে যায়। স্থানীয়রা বলেন, লরির চালক মদ্যপ অবস্থায় ছিল। আর বাসটি তীব্র গতিতে থাকায় চালক বাসটিকে নিয়ন্ত্রণে আনতে পারেননি।
সাতসকালে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ যাত্রী, জখম ৩২
চন্দ্রকোনা: সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১০জন৷ জখমও হয়েছেন ৩২ জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের চন্দ্রকোণা থানার জয়ন্তীপুরে। আজ সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চন্দ্রকোণা-আরামবাগ রুটের একটি বেসরকারি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই দুর্ঘটনা ঘটে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিসের পাশাপাশি উদ্ধারের কাজে