ঢাকা : বনানীর একটি বহুতল বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মারা গিয়েছেন ৭ জন। মৃতদের একজন শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র। ১৭ নম্বর রোডের ২২ তলা এফ আর টাওয়ারে বহু মানুষ আটকে পড়েছে বলে জানা গিয়েছে। বাড়িটির ছাদ থেকে আটকে পড়া মানুষ উদ্ধারের আর্তনাদ শোনা যাচ্ছে। বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার চেষ্টা করলেও আটকে পড়া মানুষদের উদ্ধারে কার্যকর কোনও ব্যবস্থা নিতে পারেননি। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে দমকল। বিকেল পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। অনেকে ঝুলন্ত তার বেয়ে নামতে গিয়ে নীচে পড়ে আহত হয়েছেন। সবমিলিয়ে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও পাকা খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বহুতলে দ্য ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।
বহুতল বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত ৭
ঢাকা : বনানীর একটি বহুতল বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মারা গিয়েছেন ৭ জন। মৃতদের একজন শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র। ১৭ নম্বর রোডের ২২ তলা এফ আর টাওয়ারে বহু মানুষ আটকে পড়েছে বলে জানা গিয়েছে। বাড়িটির ছাদ থেকে আটকে পড়া মানুষ উদ্ধারের আর্তনাদ শোনা যাচ্ছে। বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার চেষ্টা করলেও আটকে পড়া মানুষদের উদ্ধারে