বারাকপুর: দুই মহিলাকে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিজেই এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নৈহাটির ৬ নম্বর বিজয়নগরের বাসিন্দা জীবন সরকার। এখন তিনি কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। হাসপাতালের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২০ লক্ষ টাকার বাজেট দেওয়া হয়েছে। যা জানার পরই তাঁর বাড়ির লোকজনের মাথায় হাত। কী করে সেই অর্থ জোগাড় করবেন তা নিয়ে যখন তাঁরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তখন ‘মুমূর্ষু’ জীবনকে বাঁচাতে কঠিন লড়াইয়ে শামিল হলেন প্রতিবেশীরাও। আর জীবনকে সুস্থ করে বাড়ি ফেরাতে প্রতিবেশীদের হাত ধরে ভিন রাজ্য থেকে শুরু করে আমেরিকা, লন্ডনের সহৃদয় মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিক জীবনকে সুস্থ করতে এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
মরণাপন্ন রোগী, জীবন বাঁচাতে বন্দুত্ব বাড়াল সোশ্যাল মিডিয়া
বারাকপুর: দুই মহিলাকে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিজেই এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নৈহাটির ৬ নম্বর বিজয়নগরের বাসিন্দা জীবন সরকার। এখন তিনি কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। হাসপাতালের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২০ লক্ষ টাকার বাজেট দেওয়া হয়েছে। যা জানার পরই তাঁর বাড়ির লোকজনের মাথায় হাত। কী করে সেই অর্থ জোগাড় করবেন