কলকাতা: লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ সাত দফার এই লোকসভা নির্বাচন আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে৷ শেষ দফার নির্বাচন হবে ১৯ মে৷ সাতটি পর্বজুড়েই বাংলার কোনও না কোনও নেওয়া হবে ভোট৷ ভোটের দিনক্ষণ প্রকাশ হওয়ার পর এবার জটিলতা তৈরি হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে৷ রয়েছে একাধিক পরীক্ষা৷ ভোটের মধ্যে স্কুল ও কলেজগুলির পরীক্ষা ঘিরে তৈরি হয়েছে জটিলতা৷
জানা গিয়েছে, নির্বাচনী কাজে ব্যবস্তা থাকায় ভোটের আগে কোনও ভাবেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে না৷ ফল প্রকাশিত হতে হতে ভোটের পর৷ একই ভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে৷ জুনে ফল ঘোষণা হওয়ার কথা থাকলেও তা কতটা কার্যকর হবে তা নিয়ে উৎকণ্ঠায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷
এছাড়াও রয়েছে একাধিক স্কুলের পরীক্ষা৷ এপ্রিলের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে একাধিক স্কুলে পরীক্ষা রয়েছে৷ একই সঙ্গে উত্তরবঙ্গ, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সহ স্টেট ইউনিভার্সিটি একাধিক পরীক্ষা রয়েছে৷ সূত্রের খবর, খুব সম্ভবত তা পিছিয়ে যেতে চলেছে৷ দু’এক দিনের মধ্যে তা জানিয়ে দেওয়ার সম্ভবনা রয়েছে৷
অন্যদিকে, জেইই অ্যাডভান্সড প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় দেশের সেরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তির জন্য। কিন্তু ১৯ মে দেশের আটটি রাজ্যের মোট ৫৯টি আসনে চলবে ভোটগ্রহণ। তাই পরীক্ষা গ্রহণ নিয়ে তৈরি হয়েছে জটিলতএ বছর জেইই অ্যাডভান্সড পরীক্ষার দায়িত্বে রয়েছে আইআইটি রুরকি। তাদের তরফেও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও কিছু জানানো হয়নি। নির্বাচনের দিনে পরীক্ষা থাকলে অসুবিধায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। তাই মনে করা হচ্ছে, পিছিয়ে দেওয়া হতে পারে জেইই অ্যাডভান্সড প্রবেশিকা পরীক্ষার দিন।