ইংরেজবাজার: ১৯ জানুয়ারির ব্রিগেড সভাকে কেন্দ্র করে মহিলা সংগঠনের সঙ্গে বৈঠক করতে আজ, বুধবার মালদহে আসছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমাদেবী বুধবার দুপুরের পরে জেলায় আসবেন। তিনি পুরাতন মালদহের একটি হলে জেলার মহিলা সংগঠনের নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন। তাঁর প্রাথমিক সফর সূচিতে মালদহ মেডিক্যাল কলেজ বা কোনও হাসপাতাল পরিদর্শনের পরিকল্পনা নেই বলে জানা গিয়েছে। তবুও হাসপাতালগুলিতে রাজ্যের স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রীর সফরের প্রস্তুতি রাখা হয়েছে। মহিলা সংগঠনের ওই বৈঠকে দলের জেলা নেতৃত্ব, ১৫টি ব্লকের নেতৃত্ব, পঞ্চায়েতের মহিলা প্রতিনিধি সহ নানাস্তরের নেতৃত্বকে ডাকা হয়েছে। তৃণমূল মহিলা সংগঠনের মালদহ জেলা সভানেত্রী চৈতালি সরকার বলেন, ১৯ জানুয়ারি ব্রিগেডের প্রস্তুতি সভা করতে আমাদের নেত্রী মালদহে আসছেন। দুপুরে পুরাতন মালদহের একটি হলে ওই বৈঠক হবে। জেলার সমস্ত স্তরের নেতৃত্বকে ডাকা হয়েছে।
লক্ষ্য ব্রিগেড: মহিলা সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন চন্দ্রিমা ভট্টাচার্য
ইংরেজবাজার: ১৯ জানুয়ারির ব্রিগেড সভাকে কেন্দ্র করে মহিলা সংগঠনের সঙ্গে বৈঠক করতে আজ, বুধবার মালদহে আসছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমাদেবী বুধবার দুপুরের পরে জেলায় আসবেন। তিনি পুরাতন মালদহের একটি হলে জেলার মহিলা সংগঠনের নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন। তাঁর প্রাথমিক সফর সূচিতে মালদহ মেডিক্যাল কলেজ বা কোনও হাসপাতাল পরিদর্শনের পরিকল্পনা