কলকাতা: প্রাথমিকে ই-কনটেন্ট তৈরি আগেই করে ফেলেছিল সিলেবাস কমিটি। এবার প্রাক প্রাথমিকেও এই কাজ সম্পন্ন করে ফেলেছে তারা। কীভাবে তা ক্লাসে ব্যবহার করা হবে, তার পাঠ দিতে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি মাসের শেষে তিনদিনের এই প্রশিক্ষণ হবে।
এই পরিষেবা সরকারি স্কুল দিয়ে শুরু করা হবে। ফলে সেই সব স্কুলের প্রাথমিক শিক্ষকদের প্রথমে ট্রেনিং দেওয়া হবে। প্রত্যেক স্কুলের দু’জন করে শিক্ষক যাতে এই প্রশিক্ষণ শিবিরে যোগ দেন, তার জন্য আবেদন করা হয়েছে। বর্তমানে প্রাক প্রাথমিকে তিনটি বই রয়েছে। কাটুমকুটুম, বিহান এবং মজারু। সেগুলির উপরই ই-কনটেন্ট তৈরি করার কাজ শেষ হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ক্লাসে জীবন্ত হয়ে উঠবে পাঠ্যপুস্তক। বইয়ের বিষয়বস্তুকে অডিও-ভিসুয়্যালে পরিণত করা হয়েছে। সেগুলি এক ধরনের প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে। প্রাথমিকে এমন কনটেন্ট আগে তৈরি করে ফেলেছিল বিশেষজ্ঞ কমিটি। তা ডিভিডি আকারে সব পড়ুয়াদের দেওয়ারও কথা ছিল। এবার কিছু সমস্যার কারণে তা দেওয়া যায়নি। কিন্তু এবার প্রাক প্রাথমিকে এই ই-কনটেন্টের মাধ্যমে পড়ানোর ব্যাপারে উদ্যোগ শুরু করা হচ্ছে।