কলকাতা: পড়াশুনা শেষ করেই পড়ুয়াদের চাকরির উপযোগী করে তুলতে একাধিক বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন পদক্ষেপ করতে দেখা গিয়েছে। তাতে পিছিয়ে নেই সংস্কৃত বিশ্ববিদ্যালয়ও। তারাও এবার তাদের পড়ুয়াদের কর্মপোযোগী করতে তুলতে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইন্টারভিউতে বসা থেকে নিজেকে কী করে প্রস্তুত করবেন একজন প্রার্থী, সবই শেখানো হবে। আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে এই বিশেষ প্রশিক্ষণ। উপাচার্য পলা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আমাদের পড়ুয়াদের কর্পোরেট ট্রেনিং দিতে চাইছি। চাকরির জন্য তাঁরা যাতে পুরোপুরি তৈরি হতে পারেন, তারই প্রয়াস নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ৩৬ ঘণ্টার কোর্স করতে হবে পড়ুয়াদের। রোজ দু’ঘণ্টার ক্লাস এবং শনিবার থাকবে চার ঘণ্টা। তবে এই ক্লাস প্রতিদিন হবে না। মাঝে মাঝে বিরতি থাকবে। ক্লাসের মধ্যেই প্রার্থীদের মূল্যায়নও হবে। তাঁরা শিখতে পারছেন কি না, তাও দেখা হবে। এই কোর্স অবশ্য স্নাতকোত্তরের পড়ুয়াদের জন্যই প্রযোজ্য।