কলকাতা: আগামী ৫ মে দেশজুড়ে মেডিক্যালে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট। নিট চালুর পর থেকে এখনও পর্যন্ত পরীক্ষার্থীদের সংখ্যার বিচারে এ বছর আগের বছরগুলির সমস্ত রেকর্ড ছাপিয়ে যেতে চলেছে। গোড়ার বছরগুলির মতো এ বছর আর এই পরীক্ষা নিচ্ছে না সিবিএসই বোর্ড।
নিচ্ছে নতুন আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। তাদের আয়োজনে হতে চলা প্রথমবারের পরীক্ষাতেই পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫.১৯ লাখ। গত বছরের থেকে প্রায় দু’লাখ বেশি। বাংলার পরীক্ষার্থীদের সংখ্যাও আগেরবারের থেকে অনেকটাই বেশি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গত বছর এই পরীক্ষায় বসেছিলেন ১৩.২৬ লাখ ছাত্রছাত্রী। এবার ইংরেজি, হিন্দি, অসমিয়া, বাঙালি, গুজরাতি, কন্নড়, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলুগু এবং উর্দু— এই ১১টি ভাষায় পরীক্ষায় বসছেন ছাত্রছাত্রীরা। ১৮০টি প্রশ্নের উত্তর দিতে হবে এই পরীক্ষায়। মোট নম্বর থাকবে ৭২০।