জলপাইগুড়ি: খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে দুই জনের অসুস্থ আরও ৮ জন। এক অনুষ্ঠান বাড়ির খাবার খেয়েই এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। মৃতদের নাম মহম্মদ মোস্তক (৩০) এবং মহম্মদ নাজিম উদ্দিন (৪২)। জলপাইগুড়ির ঠুটাপাকরি এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
জলপাইগুড়ি কোতয়ালী থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানান, জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর ঠুটাপাকরির বাসিন্দা সিরাফুউদ্দিনের বাড়িতে মঙ্গলবার রাতে একটা অনুষ্ঠান ছিল। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তার বাড়িতে খাওয়া দাওয়া করেন। কিন্তু সেই বাড়ির একটা বালতিতে খাওয়ার জল রাখা হয় বলে অভিযোগ। সেই বালতির জলই খেতে দেওয়া হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পেশায় কৃষক সিরাফুদ্দিন আলু চাষ করেছিলেন। জমিতে কীটনাশক দেওয়ার জন্য ওই বালতিতে কীটনাশক গুলিয়ে দেওয়া হয়েছিল। পরে বালতিটি ভালো করে ধোয়া হয়নি। এর ফলেই এই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। রাতেই গুরুতর অবস্থায় দুজনকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। পথেই মৃত্যু হয়েছে ওই দুই জনের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।