দিঘা: পূর্ব মেদিনীপুর দিঘায় মঙ্গলবার থেকে তিন দিনের দিঘা সফরে আসেন রাজ্যের বিরোধী দলনেতা তথা কংগ্রেসের বিধায়ক আব্দুল মান্নান। বুধবার আব্দুলবাবু ওল্ড দিঘার সী-বিচ বরাবর বেশকিছু নেতাকর্মীদের নিয়ে ঘুরে বেড়ান।এদিন দিঘা মোহনার সী-বিচে রাজস্থান থেকে আসা একদল পর্যটকেরা আব্দুলবাবুকে দেখামাত্রই মোবাইল নিয়ে সেল্ফি তোলার জন্য হিড়িক পড়ে যায়।ওই সমস্ত ভিন রাজ্যের পর্যটকরা আব্দুলবাবুকে জানান যে, আমরা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড় জয়ী হয়েছি। তারপর কেউ কেউ ”জাতীয় কংগ্রেস জিন্দাবাদ”-এই শ্লোগান তাঁরা দিতে থাকেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে জানুয়ারি মাস থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি হাতে নিচ্ছেন তাঁরা। একই সঙ্গে ফেব্রুয়ারি মাসে কোলকাতায় ব্রিগেড বা অন্য কোথাও বড় সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। সেই সভাতেই রাহুলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন প্রদেশ সভাপতি। তিনি আরও জানান, লোকসভা নির্বাচনে বাংলায় রণকৌশল নিয়েও প্রাথমিক কথা হয়েছে কংগ্রেসের সর্বভারতীয় ও প্রদেশ সভাপতির। সূত্রের খবর, রাহুল গান্ধী ফের বুঝিয়ে দিয়েছেন, রাজ্যে কংগ্রেস একা লড়বে না কারও সঙ্গে সমঝোতা করবে-তা আগে ঠিক করতে হবে রাজ্য শাখাকেই। তার পরে কেন্দ্রীয় নেতৃত্ব তা নিয়ে চূড়ান্ত অবস্থান নেবে। তবে এই সংক্রান্ত বিষয়ে আব্দুলবাবু বলেছেন, “এই নিয়ে রাহুল গান্ধী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”
তিন দিনের দীঘা সফরে আব্দুল মান্নান
দিঘা: পূর্ব মেদিনীপুর দিঘায় মঙ্গলবার থেকে তিন দিনের দিঘা সফরে আসেন রাজ্যের বিরোধী দলনেতা তথা কংগ্রেসের বিধায়ক আব্দুল মান্নান। বুধবার আব্দুলবাবু ওল্ড দিঘার সী-বিচ বরাবর বেশকিছু নেতাকর্মীদের নিয়ে ঘুরে বেড়ান।এদিন দিঘা মোহনার সী-বিচে রাজস্থান থেকে আসা একদল পর্যটকেরা আব্দুলবাবুকে দেখামাত্রই মোবাইল নিয়ে সেল্ফি তোলার জন্য হিড়িক পড়ে যায়।ওই সমস্ত ভিন রাজ্যের পর্যটকরা আব্দুলবাবুকে জানান যে,