জঙ্গলের আড়ালে থেকেও সিভিল সার্ভিসে সফল ‘ধন্যিমেয়ে’ শ্রীধন্যা

কেরালা: কেরালার আদিবাসী গোষ্ঠীর প্রথম মহিলা হিসাবে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলেন ২২ বছরের তরুণী শ্রীধন্যা সুরেশ৷ ২০১৮ সালে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার মেধা তালিকার ৪১০-তম স্থানে রয়েছেন ২২ বছরের শ্রীধন্যা। আদিবাসী তরুণীর সাফল্যে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী৷ শনিবার সকালে টুইট করে রাহুল লেখেন, ‘‘শ্রীধন্যার কঠোর পরিশ্রম ও একাগ্রতাই তাঁকে তাঁর স্বপ্ন সফল করতে

fab2af567f907c6f50864fc7bc275e7d

জঙ্গলের আড়ালে থেকেও সিভিল সার্ভিসে সফল ‘ধন্যিমেয়ে’ শ্রীধন্যা

কেরালা: কেরালার আদিবাসী গোষ্ঠীর প্রথম মহিলা হিসাবে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলেন ২২ বছরের তরুণী শ্রীধন্যা সুরেশ৷ ২০১৮ সালে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার মেধা তালিকার ৪১০-তম স্থানে রয়েছেন ২২ বছরের শ্রীধন্যা।

জঙ্গলের আড়ালে থেকেও সিভিল সার্ভিসে সফল ‘ধন্যিমেয়ে’ শ্রীধন্যাআদিবাসী তরুণীর সাফল্যে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী৷ শনিবার সকালে টুইট করে রাহুল লেখেন, ‘‘শ্রীধন্যার কঠোর পরিশ্রম ও একাগ্রতাই তাঁকে তাঁর স্বপ্ন সফল করতে সাহায্য করেছে। আমি হৃদয় থেকে তাঁকে ও তাঁর পরিবারকে অভিনন্দন জানাচ্ছি৷’’ শুভেচ্ছা জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। তিনি তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘‘সামাজিকভাবে বহু বাধাবিপত্তির সঙ্গে লড়াই করে এই জয় পেল শ্রীধন্যা। তাঁর এই সাফল্য ভবিষ্যতেও কায়েক হাজার পড়ুয়াকে লড়াই করে উঠে আসার অনুপ্রেরণা জোগাবে৷’’

এবছর কেরল থেকে সাফল্য পেয়েছেন ২৯ জন পরীক্ষার্থী৷ তার মধ্যে রয়েছেন শ্রীধন্যাও। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘‘আমি আমাদের রাজ্যের সবথেকে পিছিয়ে পড়া জেলার বাসিন্দা। এত লক্ষ লক্ষ আদিবাসি থাকা সত্ত্বেও এই গোষ্ঠী থেকে একজন আইএএস অফিসারও নেই৷ আমি আশা করব, এই সাফল্য অনুপ্রেরণা জোগাবে ভবিষ্যতের পরীক্ষার্থীদেরও৷ আরও বহু মানুষ বসবেন এই পরীক্ষায় এরপর থেকে৷’’

সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করল ইউনিয়ান পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। এই তালিকায় শীর্ষস্থান দখল করেছেন কণিষ্ক কাটারিয়া। তিনি বোম্বাই আইআইটি থেকে প্রযুক্তিবিদ্যায় স্নাতক। অন্যদিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন শ্রুতি জয়ন্ত দেশমুখ। সার্বিক তালিকায় তাঁর স্থান পঞ্চম। শুক্রবার, এক বিবৃতি জারি করে ইউপিএসসি ৭৫৯ জন সফল প্রার্থীর নাম প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *